ভারতীয় প্রক্সি বাহিনীর সঙ্গে সংঘর্ষ, পকিস্তানি মেজরসহ নিহত ৬

0
ভারতীয় প্রক্সি বাহিনীর সঙ্গে সংঘর্ষ, পকিস্তানি মেজরসহ নিহত ৬

পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া প্রদেশের বাজাউর জেলায় নিরাপত্তা বাহিনীর সঙ্গে ‘ভারতীয় প্রক্সি বাহিনীর’ সন্ত্রাসীদের গোলাগুলির ঘটনা ঘটেছে।

এতে দেশটির একজন মেজর পদবির সেনা কর্মকর্তা ও পাঁচ সন্ত্রাসী নিহত হয়েছে।

সোমবার পাকিস্তানের সামরিক বাহিনীর গণমাধ্যম শাখা আইএসপিআর এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।

বিবৃতিতে সামরিক বাহিনীর গণমাধ্যম শাখা জানায়, ভারতের মদদপুষ্ট সংগঠন ফিতনা আল-খাওয়ারিজের সন্ত্রাসীদের উপস্থিতির তথ্য পেয়ে বাজাউরে অভিযান পরিচালনা করে সেনাবাহিনী। অভিযানে দুইপক্ষের মধ্যে তীব্র গোলাগুলি হয়। এতে নিরাপত্তা বাহিনী পাঁচ সন্ত্রাসীকে হত্যা করে বলে জানায় আইএসপিআর।

বিবৃতিতে আরও বলা হয়, তবে তীব্র গোলাগুলির সময় সামনে থেকে সেনাদের নেতৃত্ব দিতে গিয়ে সাহসিকতার সঙ্গে লড়াইরত মেজর আদিল জামান শাহাদাত বরণ করেন।

৩৬ বছর বয়সী আদিল দেরা ইসমাইল খান জেলার বাসিন্দা ছিলেন।

আইএসপিআর জানায়, নিহত সন্ত্রাসীদের কাছ থেকে অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করা হয়েছে। তারা নিরাপত্তা বাহিনী ও আইনশৃঙ্খলা রক্ষাকারী সংস্থার বিরুদ্ধে একাধিক সন্ত্রাসী কর্মকাণ্ডে সক্রিয়ভাবে জড়িত ছিল, পাশাপাশি নিরীহ বেসামরিক নাগরিক হত্যার সঙ্গেও সম্পৃক্ত ছিল।

অভিযানের পর এলাকায় অন্য কোনও ভারত-সমর্থিত সন্ত্রাসীর উপস্থিতি থাকলে তা নির্মূল করতে নিরাপত্তা বাহিনী স্যানিটাইজেশন অভিযান পরিচালনা করে।

সামরিক বাহিনীর মিডিয়া শাখা দৃঢ় অঙ্গীকার পুনর্ব্যক্ত করে জানায়, ‘আজম-ই-ইস্তেহকাম’ ভিশনের আওতায় সন্ত্রাসবিরোধী অভিযান পূর্ণ গতিতে অব্যাহত থাকবে। বিদেশি মদদপুষ্ট ও সমর্থিত সন্ত্রাসবাদের অভিশাপ সম্পূর্ণরূপে নির্মূল করেই ছাড়বে পাকিস্তান।

সাম্প্রতিক সময়ে খাইবার পাখতুনখোয়া এবং বেলুচিস্তান প্রদেশে সন্ত্রাসীদের ঘাঁটিতে নিয়মিত অভিযান চালাচ্ছে পাকিস্তানের নিরাপত্তা বাহিনী। আফগানিস্তানের ভূখণ্ড ব্যবহার করে এই সন্ত্রাসীরা পাকিস্তানে নৈরাজ্য সৃষ্টি করছে বলে অভিযোগ করেছে দেশটির সরকার। সূত্র: জিও নিউজ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here