বিগব্যাশে হোবার্ট হারিকেন্সের হয়ে আবারও চমক দেখালেন বাংলাদেশি লেগ স্পিনার রিশাদ হোসেন। বিগ ব্যাশে আজ দুই উইকেট পেয়েছেন তিনি। প্রথম ম্যাচ বাদে পরের সবকয়টি ম্যাচেই উইকেট নিলেন রিশাদ। এ নিয়ে পাঁচ ম্যাচে তার উইকেট সংখ্যা হলো আটটি।
মেলবোর্ন রেনেগের্ডেসের বিপক্ষে আজ ৪ ওভারে ৩৪ রান দিয়ে দুই উইকেট নিয়েছেন রিশাদ। নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে ১৬২ রান তোলে মেলবোর্ন।
হোবার্ট হারিকেন্সের হয়ে আজ রিশাদ বোলিংয়ে আসেন দলের পঞ্চম ওভারে। নিজের প্রথম ওভারে আট রান দেন তিনি। পরের ওভারে এসে তুলে নেন রিজওয়ানের উইকেট। ওই ওভারের তৃতীয় বলে রিশাদকে চার মারার পরের বলেই রিভার্স সুইপ খেলতে গিয়ে ক্যাচ তোলেন পাকিস্তানের ব্যাটার।
তৃতীয় ওভারে বেশ খরুচে ছিলেন রিশাদ। অবশ্য ওই ওভারে একটি উইকেটও নেন হারিকেন্সের বোলার। প্রথম বলেই উইকেট পেতে পারতেন রিশাদ। তবে বাউন্ডারি লাইনে নিখিল চৌধুরীর হাত ফঁসকে সেটা হয়ে যায় ছক্কা। ক্যাচ মিস করে কাঁধের চোটেও পড়েন তিনি।
তারপর তার ওভারের দ্বিতীয় বলে দুই আর তৃতীয় বলে সিঙ্গেল আসে। চতুর্থ বলে ছক্কা হাঁকায় ম্যাক-গুর্ক। তবে রিজওয়ানকে ফেরানোর মতোই শোধ তুলতে দেরি করেননি রিশাদ। বাউন্ডারি মারার পরের বলেই ক্যাচ তুলে আউট হন গুর্কও।
দলীয় ১৪তম ওভারে নিজের ওভারের কোটা শেষ করতে আসেন রিশাদ। শেষ ওভারে একটি বাউন্ডারি হজম করলেও তার করা চারটি ডেলিভারি থেকে রান তুলতে পারেনি প্রতিপক্ষ দলের ব্যাটার।

