ঝালকাঠিতে উগ্রবাদ প্রতিরোধে সেমিনার

0

বাংলাদেশ পুলিশের সন্ত্রাস দমন ও আন্তর্জাতিক অপরাধ প্রতিরোধ কেন্দ্র নির্মাণ প্রকল্পের আওতায় দিনব্যাপী সেমিনার অনুষ্ঠিত হয়েছে ঝালকাঠিতে। ‘উগ্রবাদ প্রতিরোধে সুশীল সমাজের ভূমিকা’ শীর্ষক এ সেমিনার অনুষ্ঠিত হয়।

দিনব্যাপী অনুষ্ঠিত সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন ডিএমপির কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইমের অতিরিক্ত উপ পুলিশ কমিশনার খন্দকার রবিউল আরাফাত লেলিন। সেমিনারে মুক্তিযোদ্ধা, ধর্মীয় নেতা, স্কুল-কলেজের ছাত্র, গণমাধ্যমকর্মী ও সুশীল সমাজের প্রতিনিধিরা অংশ নেয়।

ঝালকাঠির পুলিশ সুপার মোহাম্মদ আফরুজুল হক টুটুল সভাপতির বক্তৃতায় বলেন, পুলিশের একার পক্ষে সন্ত্রাস এবং উগ্রবাদ প্রতিরোধ সম্ভব নয়, সমাজের সব শ্রেণি-পেশার মানুষের সহযোগিতা দরকার। সকলের সহযোগিতায় সমাজের উগ্রবাদ, জঙ্গিবাদ ও সন্ত্রাস নির্মূলে চেষ্টা চালিয়ে যেতে হবে। শিশুদের স্মার্টফোন থেকে দূরে রাখতে হবে।

অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন সিভিল সার্জন ডা. এইচ এম জহিরুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রসাশক ডা. শিবলী মামুন, প্রেসক্লাব সভাপতি কাজী খলিলুর রহমান ও টেলিভিশন সাংবাদিক সমিতির সভাপতি আজমীর হোসেন তালুকদার।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here