সিডনিতে বাংলাদেশ খ্রিস্টান ফেলোশিপ অব অস্ট্রেলিয়ার বড়দিন উদযাপন

0
সিডনিতে বাংলাদেশ খ্রিস্টান ফেলোশিপ অব অস্ট্রেলিয়ার বড়দিন উদযাপন

অস্ট্রেলিয়ার সিডনিতে বসবাসরত খ্রিস্টান ধর্মাবলম্বীদের প্রাণের সংগঠন বাংলাদেশ খ্রিস্টান ফেলোশিপ অব অস্ট্রেলিয়া দীর্ঘ প্রায় তিন দশক ধরে ধারাবাহিকভাবে জাঁকজমকপূর্ণ আয়োজনে বড়দিন উদযাপন করে আসছে। এ বছরও তার ব্যতিক্রম ঘটেনি।

ধর্ম-বর্ণ নির্বিশেষে সিডনিতে বসবাসকারী বিভিন্ন পেশা ও সম্প্রদায়ের মানুষ একত্রিত হয়ে আনন্দ, মিলন ও ভালোবাসার বার্তা ছড়িয়ে ২৫ ডিসেম্বর (বৃহস্পতিবার) বড়দিন উৎসব উদযাপন করেন।

উৎসবের কর্মসূচিতে ছিল ধর্মীয় প্রার্থনা ও উপাসনার পাশাপাশি বর্ণাঢ্য সাংস্কৃতিক পরিবেশনা। এছাড়া লটারি ড্র, ফ্যাশন শো এবং শিশুদের মাঝে সান্তা ক্লজের উপহার বিতরণ অনুষ্ঠানের বিশেষ আকর্ষণ হিসেবে সবার নজর কেড়ে নেয়। পরিবার ও শিশুদের উপস্থিতিতে পুরো অনুষ্ঠানস্থল ছিল উৎসবমুখর ও প্রাণবন্ত।

অনুষ্ঠানের সার্বিক আয়োজনে নেতৃত্ব দেন সংগঠনের সভাপতি এ্যালেক্স তুহিন গাইন এবং সাধারণ সম্পাদক ন্যান্সি ব্যারেল। কার্যকরী পরিষদের সদস্যবৃন্দসহ সংগঠনের সাধারণ সদস্যদের নিরলস পরিশ্রম ও আন্তরিক সহযোগিতায় অনুষ্ঠানটি সফল ও সার্থকভাবে সম্পন্ন হয়।

অনুষ্ঠানে উপস্থিত অতিথিরা জানান, প্রবাসের ব্যস্ত জীবনে এমন আয়োজন শুধু বিনোদনের নয়, বরং পারস্পরিক সম্পর্ক, ঐক্য ও সৌহার্দ্য আরও দৃঢ় করার একটি গুরুত্বপূর্ণ মাধ্যম। তাদের মতে, বড়দিনের এই উৎসব কেবল একটি ধর্মীয় আচার নয়; এটি শান্তি, ভালোবাসা, সহমর্মিতা ও মানবতার বার্তা ছড়িয়ে দেওয়ার এক অনন্য উপলক্ষ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here