অস্ট্রেলিয়ার সিডনিতে বসবাসরত খ্রিস্টান ধর্মাবলম্বীদের প্রাণের সংগঠন বাংলাদেশ খ্রিস্টান ফেলোশিপ অব অস্ট্রেলিয়া দীর্ঘ প্রায় তিন দশক ধরে ধারাবাহিকভাবে জাঁকজমকপূর্ণ আয়োজনে বড়দিন উদযাপন করে আসছে। এ বছরও তার ব্যতিক্রম ঘটেনি।
ধর্ম-বর্ণ নির্বিশেষে সিডনিতে বসবাসকারী বিভিন্ন পেশা ও সম্প্রদায়ের মানুষ একত্রিত হয়ে আনন্দ, মিলন ও ভালোবাসার বার্তা ছড়িয়ে ২৫ ডিসেম্বর (বৃহস্পতিবার) বড়দিন উৎসব উদযাপন করেন।
উৎসবের কর্মসূচিতে ছিল ধর্মীয় প্রার্থনা ও উপাসনার পাশাপাশি বর্ণাঢ্য সাংস্কৃতিক পরিবেশনা। এছাড়া লটারি ড্র, ফ্যাশন শো এবং শিশুদের মাঝে সান্তা ক্লজের উপহার বিতরণ অনুষ্ঠানের বিশেষ আকর্ষণ হিসেবে সবার নজর কেড়ে নেয়। পরিবার ও শিশুদের উপস্থিতিতে পুরো অনুষ্ঠানস্থল ছিল উৎসবমুখর ও প্রাণবন্ত।
অনুষ্ঠানের সার্বিক আয়োজনে নেতৃত্ব দেন সংগঠনের সভাপতি এ্যালেক্স তুহিন গাইন এবং সাধারণ সম্পাদক ন্যান্সি ব্যারেল। কার্যকরী পরিষদের সদস্যবৃন্দসহ সংগঠনের সাধারণ সদস্যদের নিরলস পরিশ্রম ও আন্তরিক সহযোগিতায় অনুষ্ঠানটি সফল ও সার্থকভাবে সম্পন্ন হয়।
অনুষ্ঠানে উপস্থিত অতিথিরা জানান, প্রবাসের ব্যস্ত জীবনে এমন আয়োজন শুধু বিনোদনের নয়, বরং পারস্পরিক সম্পর্ক, ঐক্য ও সৌহার্দ্য আরও দৃঢ় করার একটি গুরুত্বপূর্ণ মাধ্যম। তাদের মতে, বড়দিনের এই উৎসব কেবল একটি ধর্মীয় আচার নয়; এটি শান্তি, ভালোবাসা, সহমর্মিতা ও মানবতার বার্তা ছড়িয়ে দেওয়ার এক অনন্য উপলক্ষ।

