‘বাড়াবাড়ি করলে ছাড় হবে না’, কাকে সতর্ক করলেন নায়িকা

0
‘বাড়াবাড়ি করলে ছাড় হবে না’, কাকে সতর্ক করলেন নায়িকা

ঢাকাই সিনেমার আলোচিত নায়িকা মিষ্টি জান্নাত। পেশাগত জীবনের বাইরে সোশ্যাল মিডিয়ায় বেশ সরব উপস্থিতি তার। এ নায়িকার বিভিন্ন সময়ে করা মন্তব্য বেশ আলোচনায় উঠে আসে। ঠিক এবার যেমন এলো নামবিহীন কাউকে দেওয়া এক ‘কড়া বার্তা’।

শনিবার (২৭ ডিসেম্বর) বিকেলে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এক স্ট্যাটাসে মিষ্টি জান্নাত লেখেন, যা আমার অনেক সাধনার এবং কষ্ট করে অর্জিত, তা নিয়ে কেউ বাড়াবাড়ি করলে কোনো ছাড় দেওয়া হবে না। মানুষের জন্য জাল বিছালে নিজেকেই সেই জালে আটকা পড়তে হয়। রিল্যাক্স।

মিষ্টির এই রহস্যময় পোস্টটি মুহূর্তেই অন্তর্জালে ছড়িয়ে পড়ে। তবে কাকে উদ্দেশ্য করে তার এই কড়া বার্তা, তা তিনি স্পষ্ট না করলেও বিষয়টি নিয়ে তার ভক্ত-অনুরাগীদের মাঝে বেশ কৌতূহল তৈরি হয়েছে।

পোস্টের মন্তব্যের ঘরে একাত্মতা প্রকাশ করছেন অনেকেই। একজন লিখেছেন, একদম ঠিক বলেছেন। আবার মিষ্টির প্রতি সমর্থন জানিয়ে অন্য এক ভক্ত লিখেছেন, এত সাহস কার হলো? আমরা আছি তোমার সাথে।

এর আগে, গত ২২ ডিসেম্বর আরেক পোস্টে মিষ্টি লেখেন, ভদ্র ব্যবহারের কোনো মূল্য নেই এই সমাজে। তাই আবার আগের ফর্মে ফেরত আসলাম।

যদিও বরাবরের মতো কারও নাম নেননি নায়িকা, তবে তিনি যে বেশ ত্যক্তবিরক্ত তা তার দেওয়া স্ট্যাটাসেই ফুটে ওঠে। 

প্রসঙ্গত, ২০১৪ সালে ‘লাভ স্টেশন’ সিনেমার মাধ্যমে রুপালি পর্দায় অভিষেক হয় মিষ্টি জান্নাতের। এরপর বেশ কয়েকটি সিনেমায় অভিনয় করেন তিনি। অভিনয়ের পাশাপাশি দন্তচিকিৎসক হিসেবেও পরিচিত মিষ্টি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here