গৃহবধূর মাথায় পিস্তল ঠেকিয়ে ডাকাতির অভিযোগ

0

কুষ্টিয়ার কুমারখালীতে এক গৃহবধূর মাথায় পিস্তল ঠেকিয়ে নগদ টাকা ও স্বর্ণালঙ্কার ডাকাতির অভিযোগ পাওয়া গেছে। 

মঙ্গলবার দিবাগত রাত তিনটার দিকে উপজেলার যদুবয়রা ইউনিয়নের বরইচারা গ্রামের আমতলা মোড় এলাকার আনোয়ার হোসেনের বাড়িতে এই ঘটনা ঘটে। বাড়ির মালিক ঢাকায় একটি বেসরকারি বিদ্যুৎ কোম্পানিতে কর্মরত আছেন।

তিনি আরও বলেন, ডাকাতরা তার মাথায় পিস্তল ঠেকিয়ে চুপচাপ থাকতে বলেন। তিনি তাদের কথামতে ভয়ে সন্তানদের নিয়ে অস্ত্রের মুখে চুপচাপ ছিলেন। তার ভাষ্য, ডাকাতরা তার বাড়িতে প্রায় আধাঘণ্টা সময় ধরে ডাকাতি করে। তারা তার গলায় থাকা একটি স্বর্ণের চেইন, ঘরে থাকা একটি আংটি, এক জোড়া দুল, দু’টি মোবাইল ফোন ও নগদ ৬/৭ হাজার টাকা নিয়ে গেছেন।

স্থানীয় চৌরঙ্গী বাজারের ওষুধ বিক্রেতা আব্দুল গণি ও পান্টি বাজারের হার্ডওয়ার ব্যবসায়ী পল্লব আহমেদ বলেন, একের পর এক অস্ত্র ধরে ডাকাতি হচ্ছে। এতে মানুষ জান ও মাল নিয়ে খুব আতঙ্কিত। প্রশাসনের নজরদারি বাড়ানোর দাবি জানান তারা।

যদুবয়রা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মিজানুর রহমান বলেন, দীর্ঘদিন পরে তার ইউনিয়নসহ উপজেলার বিভিন্ন এলাকায় ডাকাতির ঘটনা ঘটছে। সবগুলো ডাকাতি একই স্টাইলে হচ্ছে। তার ভাষ্য, কোনও একটি চক্র সংঘবদ্ধভাবে এ অপকর্ম চালিয়ে যাচ্ছে। এতে মানুষের মাঝে চরম আতঙ্ক বিরাজ করছে।

কুমারখালী থানার ডিউটি অফিসার এসআই বিলকিস খাতুন বলেন, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। অভিযোগ পেলে তদন্ত করে ব্যবস্থা গ্রহণ করবে পুলিশ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here