কৃত্রিম বুদ্ধিমত্তা মানুষের বিলুপ্তি ডেকে আনতে পারে: বিশেষজ্ঞ

0

কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) মানুষের বিলুপ্তি ডেকে আনতে পারে বলে সতর্ক করেছেন বিশেষজ্ঞরা। সতর্কতা জারি করা বিশেষজ্ঞদের এই তালিকায় ওপেনএআই ও গুগল ডিপমাইন্ডের প্রধানও আছেন।

সেন্টার ফর এআই সেফটির ওয়েব পেইজে প্রকাশিত এক বিবৃতি বলা হয়েছে,  এআইর মাধ্যমে সৃষ্টি হওয়া ‌বিলুপ্তির ঝুঁকি প্রশমন করতে সবাইকে কাজ করতে হবে। না হয় এটা মহামারী ও পরমাণু যুদ্ধের মতো ভয়ংকর হয়ে উঠতে পারে। 

চ্যাটজিপিটির প্রধান নির্বাহী স্যাম আল্টম্যান, গুগল ডিপমাইন্ডেরন প্রধান নির্বাহী ডেমিস হাসাবিস এই বিবৃতিকে সমর্থন করেছে। 

এর আগে এআই গড ফাদার খ্যাত জিওফ্রে হিন্টনও কৃত্রিম বুুদ্ধিমত্তার ঝুঁকি সম্পর্কে সতর্ক করেছিলেন। 

তবে কিছু বিশেষজ্ঞ মনে করেন এআইর কারণে মানব সভ্যতা ঝুঁকিতে পড়বে এটা অবাস্তব। 

 

সূত্র: বিবিসি

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here