ভারত সফরের জন্য নিউজিল্যান্ডের দল ঘোষণা

0
ভারত সফরের জন্য নিউজিল্যান্ডের দল ঘোষণা

বছরের শুরুতেই তিনটি ওয়ানডে ও পাঁচটি টি-টোয়েন্টি ম্যাচ খেলতে ভারত সফরে যাচ্ছে নিউজিল্যান্ড। ১১ জানুয়ারি থেকে শুরু হতে যাওয়া এই দুই সিরিজের জন্য চমক রেখেই শক্তিশালী দল ঘোষণা করেছে কিউই ক্রিকেট বোর্ড।

ঘোষিত দলে জায়গা হয়নি দলটির অভিজ্ঞ ব্যাটার ও সাবেক অধিনায়ক কেইন উইলিয়ামসনের। বিশ্বকাপ সামনে থাকায় এই ভারত সফরকে অত্যন্ত গুরুত্বপূর্ণ হিসেবে দেখছেন নিউজিল্যান্ডের ক্রিকেটাররা।

সিরিজটি শুরু হবে ওয়ানডে ম্যাচ দিয়ে, এরপর অনুষ্ঠিত হবে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ। ঘোষিত দলে ভারতের বিপক্ষে ওয়ানডে সিরিজে কিউদের নেতৃত্ব দেবেন মাইকেল ব্রেসওয়েল। অন্যদিকে টি-টোয়েন্টি সিরিজে অধিনায়কত্বের দায়িত্ব পালন করবেন মিচেল স্যান্টনার।

এদিকে দীর্ঘদিন পর টি-টোয়েন্টিতে ফিরেছেন পেসার ম্যাট হেনরি ও অলরাউন্ডার মার্ক চ্যাপম্যান। দুই ফরম্যাটের দলেই জায়গা করে নিয়েছেন কাইল জেমিসন। সাম্প্রতিক সময়ের ভালো পারফরম্যান্সের পুরস্কার হিসেবে দলে ডাক পেয়েছেন ক্রিস্টিয়ান ক্লার্ক, বেভান জ্যাকবস, টিম রবিনসন, মিচেল রে ও জেডন লেনক্স।

ওয়ার্কলোড ম্যানেজমেন্ট, বিশ্রাম এবং চোটের কারণে এই সিরিজে খেলছেন না কেইন উইলিয়ামসন, জ্যাকব ডাফি, রাচিন রবীন্দ্র, উইল ও’রুর্কে ও ব্লেয়ার টিকনার। ব্যস্ত আন্তর্জাতিক সূচির কারণে ক্রিকেটারদের চাপ কমাতেই এই সিদ্ধান্ত নিয়েছে নিউজিল্যান্ড ক্রিকেট বোর্ড।

নিউজিল্যান্ডের স্কোয়াড:

মাইকেল ব্রেসওয়েল (অধিনায়ক), আদি অশোক, ক্রিস্টিয়ান ক্লার্ক, জশ ক্লার্কসন, ডেভন কনওয়ে, জ্যাক ফোকস, মিচ হে, কাইল জেমিসন, নিক কেলি, জেডেন লেনক্স, ড্যারিল মিচেল, হেনরি নিকোলস, গ্লেন ফিলিপস, মাইকেল রে, উইল ইয়ং।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here