পাবনার ভাঙ্গুড়ায় পারিবারিক সমস্যা ও শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে আওয়ামী লীগ থেকে পদত্যাগ করেছেন মো. বাদল আকন্দ।
আজ শুক্রবার সকালে ভাঙ্গুড়া প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি আনুষ্ঠানিকভাবে এই পদত্যাগের ঘোষণা দেন। মো. বাদল আকন্দ ভাঙ্গুড়া পৌরসভার ১ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ছিলেন। তিনি উত্তর মেন্দা এলাকার মৃত আমজাদ হোসেনের ছেলে।
লিখিত বক্তব্যে তিনি জানান, বয়সজনিত শারীরিক অসুস্থতা ও পারিবারিক সমস্যার কারণে রাজনৈতিক কার্যক্রম চালানো তার পক্ষে সম্ভব হচ্ছে না। এ কারণে স্বেচ্ছায় তিনি দলের পদ ও প্রাথমিক সদস্যপদ থেকে পদত্যাগ করেছেন।
তিনি আরও জানান, এখন থেকে দলের কোনো রাজনৈতিক কর্মকাণ্ডের সঙ্গে তিনি যুক্ত থাকবেন না। সম্পূর্ণ ব্যক্তিগত কারণেই তিনি রাজনীতি থেকে বিদায় নিচ্ছেন।
বাদল আকন্দ ভাঙ্গুড়া বাজারের থাই ও গ্লাস ব্যবসায়ী ছিলেন। তার ব্যবসা প্রতিষ্ঠান উপজেলা আওয়ামী লীগের অফিসের সঙ্গে হওয়ায় তিনি ব্যবসার পাশাপাশি দলীয় কর্মকাণ্ডে যুক্ত ছিলেন।
উল্লেখ্য, আওয়ামী লীগ বর্তমানে রাজনৈতিকভাবে নিষিদ্ধ থাকায় এবং পরিবর্তিত পরিস্থিতিতে এই পদত্যাগ স্থানীয় রাজনৈতিক মহলে আলোচনার সৃষ্টি করেছে। সংবাদ সম্মেলনে ভাঙ্গুড়া প্রেসক্লাবের সাংবাদিকসহ স্থানীয় ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

