জয়পুরহাটে ৬০০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট ও দুই বোতল বিদেশি মদসহ শাখাওয়াত হোসেন নামে এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।
বৃহস্পতিবার সন্ধ্যায় পাঁচবিবি উপজেলার শ্রীমন্তপুর গ্রামে নিজ বাড়ি থেকে শাখাওয়াতকে গ্রেফতার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুজ্জামান।
আসাদুজ্জামান জানান, সন্ধ্যায় মাদক কারবারির বাড়িতে অভিযান পরিচালনা করা হয়। এ সময় ট্যাপেন্টাডল ট্যাবলেট ও বিদেশি মদ বেচাকেনার সময় শাখাওয়াতকে হাতেনাতে গ্রেফতার করা হয়েছে।
তিনি আরও জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে দীর্ঘদিন মাদক কারবারির সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছে।

