বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) শুরুর আগেই খেলোয়াড় ও কোচিং স্টাফদের পারিশ্রমিক পরিশোধের আনুষ্ঠানিকতা সম্পন্ন করেছে সিলেট টাইটান্স। ফ্র্যাঞ্চাইজিটি খেলোয়াড় ও টিম ম্যানেজমেন্টের চুক্তিভিত্তিক পারিশ্রমিকের ২৫ শতাংশ পরিশোধ করার পাশাপাশি অগ্রিম ১৫ দিনের দৈনিক ভাতাও বিতরণ করেছে।
বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) এক বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করে সিলেট টাইটান্স। বিবৃতিতে জানানো হয়, বিপিএল গভর্নিং কাউন্সিলের নির্দেশনা অনুযায়ী নির্ধারিত সময়ের মধ্যেই এই অর্থ পরিশোধ করা হয়েছে।
শুধু সিলেট নয়, বিপিএলের নিয়ম অনুযায়ী টুর্নামেন্ট শুরুর আগে অধিকাংশ ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটারদের চুক্তির অন্তত ২৫ শতাংশ পারিশ্রমিক পরিশোধ করেছে। এর মধ্যে রংপুর রাইডার্স আরও এক ধাপ এগিয়ে ৫০ শতাংশ পারিশ্রমিক পরিশোধ করেছে। রাজশাহী ওয়ারিয়র্স, ঢাকা ক্যাপিটালস এবং নোয়াখালী এক্সপ্রেসও ২৫ শতাংশ করে পরিশোধ করেছে।
তবে ব্যতিক্রম চট্টগ্রাম রয়্যালস। ক্রিকেটারদের পারিশ্রমিক পরিশোধ ও স্পন্সর সংগ্রহে ব্যর্থ হয়ে ট্রায়াঙ্গল সার্ভিসেস বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে (বিসিবি) চিঠি দিয়ে ফ্র্যাঞ্চাইজিটির মালিকানা ছেড়ে দেয়। বর্তমানে চট্টগ্রাম রয়্যালসের দায়িত্ব নিয়েছে বিসিবি।
এ বিষয়ে বিপিএল গভর্নিং কাউন্সিলের সদস্যসচিব ইফতেখার রহমান মিঠু জানান, চট্টগ্রাম ছাড়া বাকি সব ফ্র্যাঞ্চাইজির পারিশ্রমিক পরিশোধের বিষয়টি নিশ্চিত হয়েছে।
বিপিএলের দ্বাদশ আসরের পর্দা উঠবে শুক্রবার (২৬ ডিসেম্বর)। উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হবে সিলেট টাইটান্স ও রাজশাহী ওয়ারিয়র্স। দিনের দ্বিতীয় ম্যাচে মাঠে নামবে নোয়াখালী এক্সপ্রেস ও চট্টগ্রাম রয়্যালস।

