শীত এলেই অনেকেরই ঠোঁট ফাটার সমস্যা দেখা দেয়। ঠান্ডা আবহাওয়া, বাতাসে আর্দ্রতার অভাব ও পর্যাপ্ত যত্নের অভাবে ঠোঁট শুষ্ক হয়ে ফেটে যেতে পারে। এতে অস্বস্তির পাশাপাশি ব্যথাও অনুভূত হয়। তবে কিছু সহজ ঘরোয়া উপায় মেনে চললে সহজেই ঠোঁট রাখা যায় কোমল ও সুস্থ।
ঠোঁট ফাটার কারণ
শীতকালে বাতাসে আর্দ্রতা কম থাকে, ফলে ত্বক দ্রুত শুষ্ক হয়ে যায়। এ ছাড়া কম পানি পান, পুষ্টির অভাব এবং কেমিক্যালযুক্ত লিপস্টিক ব্যবহারও ঠোঁট ফাটার অন্যতম কারণ।
মধু ব্যবহার করুন
মধু প্রাকৃতিক ময়েশ্চারাইজার হিসেবে কাজ করে। প্রতিদিন রাতে ঘুমানোর আগে ঠোঁটে সামান্য মধু লাগালে শুষ্কতা কমে ও ঠোঁট নরম থাকে।
নারকেল তেল বা অলিভ অয়েল
নারকেল তেল বা অলিভ অয়েল ঠোঁটে আর্দ্রতা ধরে রাখতে সাহায্য করে। দিনে ২–৩ বার অল্প করে লাগালেই উপকার পাবেন।
চিনি দিয়ে স্ক্রাব
এক চামচ চিনি ও কয়েক ফোঁটা মধু মিশিয়ে হালকা হাতে ঠোঁটে ম্যাসাজ করুন। এতে মৃত কোষ দূর হবে এবং ঠোঁট মসৃণ হবে। এই স্ক্রাব সপ্তাহে ১-২ বার ব্যবহারে ভারো উপকার মেলে।
ঘি বা মাখন
ঘরোয়া উপায়ে ঠোঁট নরম রাখার জন্য ঘি বা মাখন খুব কার্যকর। রাতে শোবার আগে ঠোঁটে লাগালে সকালে পার্থক্য বুঝতে পারবেন।
পর্যাপ্ত পানি পান
ভেতর থেকে আর্দ্রতা বজায় রাখতে দিনে পর্যাপ্ত পানি পান করা জরুরি। এতে শুধু ঠোঁট নয়, পুরো ত্বকই ভালো থাকবে।
যা এড়িয়ে চলবেন
ঠোঁটে খুব গাঢ় বা ম্যাট লিপস্টিক ব্যবহার এবং বাইরে বের হওয়ার সময় ঠোঁট খোলা রাখা- এসব অভ্যাস ঠোঁট ফাটার ঝুঁকি বাড়ায়।

