সিরাজগঞ্জের দুর্গম ভোটকেন্দ্র পরিদর্শনে ডিসি-এসপি

0
সিরাজগঞ্জের দুর্গম ভোটকেন্দ্র পরিদর্শনে ডিসি-এসপি

সিরাজগঞ্জ সদর উপজেলার যমুনা নদীর চরাঞ্চলে অবস্থিত মেছড়া ইউনিয়নের সাতটি দুর্গম ভোটকেন্দ্র পরিদর্শন করেছেন জেলা প্রশাসক মো. আমিনুল ইসলাম। এ সময় তিনি ওই ইউনিয়নের আকনাদিঘী এলাকায় শতাধিক শীতার্ত পরিবারের মাঝে শীতবস্ত্র কম্বল বিতরণ করেন।

পরিদর্শনকালে উপস্থিত ছিলেন পুলিশ সুপার সাইফুল ইসলাম সান্ত, উপজেলা নির্বাহী অফিসার মামুন খান, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট, সহকারী কমিশনার (ভূমি), থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা, উপজেলা নির্বাচন অফিসারসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

ভোটকেন্দ্র পরিদর্শনের সময় জেলা প্রশাসক ভোটকেন্দ্রের সার্বিক নিরাপত্তা ব্যবস্থা, নির্বাচন সামগ্রী যথাসময়ে কেন্দ্রে পৌঁছানো, ভোটগ্রহণ শেষে ব্যালট পেপার নিরাপদে ফেরত আনা এবং প্রিজাইডিং ও সহকারী প্রিজাইডিং অফিসারদের অবস্থান ও প্রস্তুতি নিয়ে সংশ্লিষ্টদের সঙ্গে আলোচনা করেন।

এছাড়াও তিনি স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও সাধারণ জনগণকে আসন্ন গণভোট/নির্বাচন সম্পর্কে অবহিত করেন এবং শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণে সবার সহযোগিতা কামনা করেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here