বক্সিং ডে টেস্টে চার পেসার নিল অস্ট্রেলিয়া

0
বক্সিং ডে টেস্টে চার পেসার নিল অস্ট্রেলিয়া

দুই ম্যাচ হাতে রেখে অ্যাশেজ সিরিজ নিশ্চিত করে ফেলেছে অস্ট্রেলিয়া। তাই অনেকটা ফুরফুরে রয়েছে অজিরা। এদিকে রেখে মেলবোর্নে বক্সিং ডে টেস্টের আগে দল ঘোষণা করেছে তারা। দলে বিশেষজ্ঞ স্পিনার ছাড়াই শুধুই পেসারদের রাখা হয়েছে।

ইনজুরির কারণে দলের বাইরে চলে গেছেন স্পিনার নাথান লায়ন। ফলে বদলি হিসেবে টড মারফিকে দলে নিয়েছিল অস্ট্রেলিয়া। তবে মেলবোর্নে বক্সিং ডে টেস্টের জন্য ঘোষিত দ্বাদশে মারফিকে রাখেনি তারা। অধিনায়ক প্যাট কামিন্স না থাকায় আবারও ভারপ্রাপ্ত অধিনায়ক স্টিভেন স্মিথ। দলে রয়েছেন পাঁচ পেসার।

দ্বাদশে থাকা পাঁচ পেসার– মিচেল স্টার্ক, স্কট বোল্যান্ড, ব্রেন্ডন ডগেট, মাইকেল নেসার এবং জে রিচার্ডসন। মেলবোর্নে এদের মধ্যে থেকেই চারজনকে নিয়ে একাদশ সাজাতে পারে স্বাগতিকরা। চোটের কারণে অ্যাডিলেডে সর্বশেষ টেস্টে খেলেননি স্টিভেন স্মিথ। তার জায়গায় সুযোগ পেয়েই বাজিমাত করেন শুরুতে একাদশের বাইরে থাকা উসমান খাজা। ৮২ এবং ৪০ রানের ইনিংসের সুবাদে মেলবোর্নে স্মিথ ফিরলেও দ্বাদশে রাখা হয়েছে খাজাকে। অ্যাডিলেডে একাদশে সুযোগ পাওয়া জশ ইংলিস মেলবোর্ন টেস্টের একাদশে নেই।

আগামীকাল শুক্রবার (২৬ ডিসেম্বর)  মেলবোর্নে বাংলাদেশ সময় সকাল সাড়ে ৫টায় মাঠে গড়াবে অ্যাশেজের চতুর্থ টেস্ট।

মেলবোর্ন স্কোয়াড:

ট্রাভিস হেড, জ্যাক ওয়েদারাল্ড, মারনাস লাবুশেন, স্টিভেন স্মিথ (অধিনায়ক), উসমান খাজা, অ্যালেক্স ক্যারি (উইকেটরক্ষক), ক্যামেরন গ্রিন, মিচেল স্টার্ক, স্কট বোল্যান্ড, মাইকেল নেসার, ব্রেন্ডন ডগেট, জে রিচার্ডসন।

বিপি প্রতিদিন/কামাল

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here