নতুন প্রধান খুঁজে পেল মহাকাশ গবেষণা সংস্থা নাসা

0
নতুন প্রধান খুঁজে পেল মহাকাশ গবেষণা সংস্থা নাসা

অবশেষে নতুন প্রধান খুঁজে পেল যুক্তরাষ্ট্রের মহাকাশ গবেষণা সংস্থা নাসা। সংস্থাটির নতুন প্রধান হলেন বিলিয়নেয়ার উদ্যোক্তা জ্যারেড আইজ্যাকম্যান। ৬৭-৩০ ভোটে জ্যারেড আইজ্যাকম্যানকে সংস্থাটির প্রধান হিসেবে চূড়ান্ত অনুমোদন দিয়েছে যুক্তরাষ্ট্রের সেনেট।

মার্কিন ধনকুবের ইলন মাস্কের ঘনিষ্ঠ এই সহযোগী এমন সময়ে নাসার দায়িত্ব নিচ্ছেন যখন একদিকে তাকে জটিল রাজনৈতিক পরিস্থিতি সামাল দিতে ও অন্যদিকে লোকবল কমে যাওয়া সংকুচিত এক সংস্থাকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে হবে বলে প্রতিবেদনে লিখেছে প্রযুক্তি সাইট এনগ্যাজেট।

তবে আইজ্যাকম্যানের জন্য এটিই প্রথম সুযোগ নয়। এ বছরের শুরুতে এই পদের জন্য মনোনীত হয়েছিলেন তিনি। বিস্ময়কর বিষয় হল, ওই সময় আইজ্যাকম্যানের নিয়োগ চূড়ান্ত হওয়ার ঠিক কয়েক দিন আগে তার মনোনয়ন প্রত্যাহার করেছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প।

অতীতে প্রভাবশালী ডেমোক্র্যাট নেতাদের অর্থ অনুদান দিয়েছিলেন আইজ্যাকম্যান- এমন খবর প্রেসিডেন্টের কানে পৌঁছানোর পরই তার মনোনয়ন প্রত্যাহার করেছিলেন ট্রাম্প। তবে পরে নিজের এই সিদ্ধান্তকে ‘অতীত সংশ্লিষ্টতা নিয়ে বিস্তারিত পর্যালোচনা’র ফল বলেও বর্ণনা করেছেন ট্রাম্প।

ঠিক ওই সময়েই মাস্কের সঙ্গে ট্রাম্পের দীর্ঘদিনের বিরোধও চরম আকার ধারণ করেছিল। তবে সব বাধা পেরিয়ে নভেম্বরে আবারও নাসার প্রধান হিসেবে মনোনীত হয়েছেন তিনি। মহাকাশ গবেষণা সংশ্লিষ্ট সবার কাছেই নতুন এই নাসা প্রধানের ব্যাপক গ্রহণযোগ্যতা রয়েছে। ট্রাম্পের মনোনীত অন্যান্য বিজ্ঞান বিষয়ক কর্মকর্তাদের তুলনায় আইজ্যাকম্যানকে এক্ষেত্রে কিছুটা ব্যতিক্রমই বলা চলে।

আইজ্যাকম্যানকে নিয়ে সেনেটর মারি ক্যান্টওয়েল বলেছেন, আমি আশাবাদী, নাসার বর্তমান অস্থির সময়ে তিনি খুব ঠান্ডা মাথায় ও অভিজ্ঞতার সঙ্গে পরিস্থিতি সামাল দিতে পারবেন।

ব্যক্তিগত অভিযানে এরইমধ্যে দুইবার মহাকাশ ভ্রমণ করেছেন নাসার এই নতুন প্রশাসক। এ বছরের মে মাসে প্রকাশিত এক নথিতে নাসার জন্য নিজের তিনটি প্রধান লক্ষ্যের কথা তুলে ধরেছিলেন আইজ্যাকম্যান।

তার এসব উদ্দেশ্যের মধ্যে রয়েছে চাঁদ, মঙ্গল ও মহাকাশের গভীরে মানববাহী অভিযান পরিচালনা করা. সীমিত বাজেটের মধ্যেই সংস্থাটিকে আরও কার্যকর করে তোলা এবং বিভিন্ন শিল্প ও শিক্ষা প্রতিষ্ঠানের সঙ্গে পার্টনারশিপের মাধ্যমে খরচ কমিয়ে আনা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here