মোংলার শেলাবুনিয়া প্রধান ক্যাথলিক চার্চসহ বাগেরহাটের ৬৮টি গির্জায় ধর্মীয় ভাবগাম্ভীর্য ও আনন্দোৎসবের মধ্যদিয়ে শুভ বড়দিন উদযাপিত হচ্ছে।
বাগেরহাট শহরের বাসাবাটি প্রধান ক্যাথলিক চার্চের ফাদার ডমিনিক হালদার জানান, শুভ বড়দিন উপলক্ষে শেলাবুনিয়া প্রধান ক্যাথলিক গির্জাসহ মোংলা উপজেলায় ৪০টি, রামপাল উপজেলার আটটি, মোল্লাহাট উপজেলায় সাতটি, বাগেরহাট সদরে চারটিসহ নয়টি উপজেলায় মোট ৬৮টি গির্জায় বড়দিন উদযাপিত হচ্ছে। বুধবার রাত ১১টায় ধর্মীয় রীতি অনুযায়ী ভাবগাম্ভীর্যের মধ্যে ঘণ্টা বাজানোর সঙ্গে সঙ্গে শুরু হবে প্রার্থনার প্রথম পর্বের আনুষ্ঠানিকতা।
এরপর শুরু হবে বিশেষ প্রার্থনাসহ নানা আচার-অনুষ্ঠান। শুরুতেই যিশু খ্রিস্টকে ও তার মৃত আত্মার স্মরণসহ দেশ ও জাতীর মঙ্গল কামনা করে প্রার্থনা করা হবে।
বৃহস্পতিবার সকাল থেকে দিনভর জেলার সব খ্রিষ্ট ধর্ম অধ্যুষিত এলাকাগুলোতে নানা আনুষ্ঠানিকতা এবং উৎসবের মধ্যদিয়ে বড়দিন উদযাপন করা হবে।
জেলার খ্রিষ্ট ধর্মাবলম্বীদের উপাসনালয় ও বাড়ি-ঘরগুলো বর্ণিল সাজ এবং জাঁকজমকপূর্ণ আলোকসজ্জা শোভা পাচ্ছে। সব গির্জার সামনেই স্থাপন করা হয়েছে গোশালা। যেখানে দৃষ্টিনন্দনভাবে যিশুর আবির্ভাবের প্রতিকৃতি সাজানো হয়েছে।
উৎসব উপলক্ষ্যে বাগেরহাটে সব গির্জা ও খ্রিষ্টান পল্লিগুলোতে পুলিশের নজরদারি জোরদার করা হয়েছে।

