চুয়াডাঙ্গায় নিরাপদ মাংস ও দুগ্ধ পণ্যের বাজার উন্নয়নের লক্ষ্যে দিনব্যাপী পণ্য ও প্রযুক্তি প্রদর্শন মেলা অনুষ্ঠিত হয়েছে। বুধবার দিনব্যাপি শহরের কলেজ রোডের মুক্তমঞ্চ প্রাঙ্গণে এ মেলার আয়োজন করা হয়।
পিকেএসএফ’র আরএমটিপি প্রকল্প আয়োজিত মেলায় সভাপতিত্ব করেন উন্নয়ন সংস্থা ওয়েভ ফাউন্ডেশনের ভাইস চেয়ারম্যান অধ্যাপক সিদ্দিকুর রহমান। প্রধান অতিথি হিসেবে মেলার উদ্বোধন করেন স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক শারমিন আক্তার।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. শাহাবুদ্দিন, পিকেএসএফ’র ম্যানেজার (প্রোগ্রাম) কপিল কুমার পাল, ওয়েভ ফাউন্ডেশনের উপ-পরিচালক জহির রায়হান, সহকারী পরিচালক নির্মল দাস ও দৈনিক সময়ের সমীকরণের প্রধান সম্পাদক নাজমুল হক স্বপন।
অনুষ্ঠানের স্বাগত বক্তব্য দেন ওয়েভ ফাউন্ডেশনের উপ-পরিচালক জহির রায়হান। শুভেচ্ছা বক্তব্য দেন সহকারী পরিচালক নির্মল দাস। উদ্যোক্তদের মধ্যে বক্তব্য দেন তৌফিকুর রহমান ও ইরফান বিশ্বাস। অনুষ্ঠানে ২৫টি স্টলে স্থানীয় উদ্যোক্তাদের বিভিন্ন উদ্যোগ উপস্থাপন করা হয়। অনুষ্ঠানটি পরিচালনা করেন ওয়েভ ফাউন্ডেশনের সিনিয়র সমন্বয়কারী কামরুজ্জামান যুদ্ধ।

