এক্সপ্রেস-ভিপিএন এবং পোলফিশের সমীক্ষা বলছে, একজন গড়পড়তা মানুষ প্রায় ছয়টি ভিন্ন প্ল্যাটফর্মে একই পাসওয়ার্ড ব্যবহার করেন। আরও অবাক করার বিষয় হলো, ৪৩ শতাংশ মানুষ স্বীকার করেছেন, তাঁদের পাসওয়ার্ড প্রিয়জনেরা সহজেই আন্দাজ করতে পারবে। ৪২ শতাংশ মানুষ তাঁদের প্রথম নাম ব্যবহার করেন, আর প্রায় ৪৪ শতাংশ মানুষ তাঁদের পাসওয়ার্ডে পোষা প্রাণীর নাম অথবা জন্মতারিখ জুড়ে দেন। এছাড়া ২৬ শতাংশ মানুষ প্রাক্তন প্রিয়জনের নাম ব্যবহার করেন। তবে ৮১ শতাংশ মানুষ বিশ্বাস করেন, তাঁদের পাসওয়ার্ড নিরাপদ।
নর্ডপাসের ২ দশমিক ৫ টেরাবাইট লিক হওয়া ডেটা বলছে, বেশির ভাগ পাসওয়ার্ড ভাঙতে ১ সেকেন্ডও লাগে না।
ইউরোপে পাসওয়ার্ডের ধরন
ইউরোপীয়দের কাছে কী-বোর্ডের বিন্যাস এবং ফুটবলপ্রেমই প্রভাবশালী। যুক্তরাজ্যে জনপ্রিয় পাসওয়ার্ড হলো password, ashley এবং ফুটবল ক্লাব liverpool। ফ্রান্সে azerty বিন্যাস অনুসারে 123456, doudou এবং marseille জনপ্রিয়। জার্মানিতে passwort এবং dragon দেখা যায়। ইতালিতে Juventus এবং cambiami পাসওয়ার্ড হিসেবে ব্যবহৃত হয়। স্পেনে España এবং পর্তুগালে benfica বা sporting। ডেনমার্কে webhompass বা hejmeddig এবং সুইডেনে hejsan জনপ্রিয়।
এশিয়া ও ওশেনিয়া
জাপানে 123456789 শীর্ষে। চীনে wangyut2 এবং হংকংয়ে 5201314। দক্ষিণ-পূর্ব এশিয়ায় sayang এবং ফিলিপাইনসে iloveyou ব্যবহৃত হয়। থাইল্যান্ডে 221225। ভারতে 123456, india123, Indya123। তুরস্কে ব্রিটিশ ব্যান্ড Anathema-এর নামও শীর্ষ দশে। সংযুক্ত আরব আমিরাতে pakistan শব্দটি ১১ নম্বরে। অস্ট্রেলিয়ায় password, pokemon এবং lizottes।
আমেরিকা ও আফ্রিকা
মার্কিন যুক্তরাষ্ট্রে secret, baseball এবং iloveyou জনপ্রিয়। কানাডায় hockey। মেক্সিকোতে alejandro এবং carlos। ব্রাজিলে brasil ও rental। চিলিতে colocolo। কলম্বিয়ায় Colombia। দক্ষিণ আফ্রিকায় 123love ব্যবহার করা হয়।
পাসওয়ার্ড নির্বাচনে ব্যক্তিগত পছন্দ, সংস্কৃতি, ভালোবাসা, দেশপ্রেম এবং সহজতা বড় ভূমিকা রাখে। নিরাপদ পাসওয়ার্ড ব্যবহারের জন্য ব্যবহারকারীদের নিয়মিত পরিবর্তন এবং জটিল পাসওয়ার্ডের দিকে মনোযোগী হতে হবে।

