নেত্রকোনার আটপাড়ায় দুই পক্ষের সংঘর্ষে আহত ২০

0
নেত্রকোনার আটপাড়ায় দুই পক্ষের সংঘর্ষে আহত ২০

নেত্রকোনার আটপাড়ায় দুই পক্ষের সংঘর্ষে অন্তত ২০ জন আহত হয়েছেন। আহতদের মদন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও নেত্রকোনা জেলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে। 

বুধবার সকালে উপজেলার সুখারি ইউনিয়নের করাদ্দুপ গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, আটপাড়া উপজেলার সুখারি ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের ইকবাল হোসেন ও কাছু মিয়ার গ্রুপের মধ্যে দীর্ঘদিন বিরোধ চলে আসছে। তারই জেরে বুধবার সকালে ধানক্ষেতে সংঘর্ষের ঘটনা ঘটে। খবর পেয়ে আটপাড়া থানার পুলিশ, উপজেলা প্রশাসনসহ সেনাবাহিনী গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয়। 

আহতরা মদন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিয়েছেন। তাদের মধ্যে ৯ জনকে নেত্রকোনা জেলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

আটপাড়া থানার ওসি মো. জুবায়দুল আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে। সন্ধ্যা পৌনে সাতটা পর্যন্ত কোনো অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here