ভারতের বিরুদ্ধে আইসিসির দ্বারস্থ হচ্ছেন পিসিবি সভাপতি

0
ভারতের বিরুদ্ধে আইসিসির দ্বারস্থ হচ্ছেন পিসিবি সভাপতি

যুব এশিয়া কাপের ফাইনাল ঘিরে ক্রিকেটে ভারত-পাকিস্তানের বৈরিতা নতুন মাত্রা পেয়েছে। মাঠের পারফরম্যান্সের বাইরে এবার আচরণগত বিতর্কে জড়াল ভারতীয় দল। অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপে ভারতের ক্রিকেটারদের ‘অনৈতিক ও অখেলোয়াড়সুলভ আচরণ’-এর অভিযোগ তুলে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) দ্বারস্থ হওয়ার ঘোষণা দিয়েছেন পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) এবং এশিয়ান ক্রিকেট কাউন্সিলের (এসিসি) সভাপতি মহসিন নাকভি।

দুবাই থেকে দেশে ফিরে ভারতীয় অনূর্ধ্ব-১৯ দলের বিরুদ্ধে কড়া অবস্থান নেন মহসিন নাকভি। তার অভিযোগ, ফাইনাল ম্যাচ চলাকালীন ভারতের কয়েকজন ক্রিকেটার পাকিস্তানি খেলোয়াড়দের প্রতি অতিআগ্রাসী ও উসকানিমূলক আচরণ করেছে, যা ক্রিকেটীয় শিষ্টাচারের পরিপন্থী।

পাকিস্তানের একাধিক গণমাধ্যমে নাকভি বলেন, ‘অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের ফাইনালে ভারতের ক্রিকেটাররা নানা উপায়ে আমাদের খেলোয়াড়দের উত্যক্ত করেছে। আমরা বিষয়টি আইসিসির কাছে আনুষ্ঠানিকভাবে জানাব। ক্রিকেট ও রাজনীতিকে সব সময় আলাদা রাখা উচিত।’

নাকভির আগেই ভারতের আচরণ নিয়ে মুখ খুলেছিলেন পাকিস্তান অনূর্ধ্ব-১৯ দলের কোচ সরফরাজ আহমেদ। তিনি অভিযোগ করে বলেন, ‘ফাইনালে ভারতের ক্রিকেটারদের আচরণ ক্রিকেটীয় সৌজন্যের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ ছিল না। তা সত্ত্বেও আমরা চ্যাম্পিয়ন হওয়ার পর শালীনতা বজায় রেখে উদযাপন করেছি। ক্রিকেট মানেই শৃঙ্খলা ও রীতিনীতির প্রতি সম্মান।’

এর আগে, কয়েক মাস আগেই এশিয়া কাপের ফাইনালে পাকিস্তানকে হারিয়ে শিরোপা জিতেছিল ভারত। তবে নানা নাটকীয়তার কারণে সেই ট্রফি ঘিরে বিতর্ক এখনও পুরোপুরি কাটেনি। এর মধ্যেই গত রবিবার দুবাইয়ে অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের ফাইনালে আবার মুখোমুখি হয় দুই চিরপ্রতিদ্বন্দ্বী দেশ।

ফাইনালে একেবারেই একপেশে লড়াই হয়েছে। আইসিসি একাডেমি মাঠে আগে ব্যাট করে পাকিস্তান অনূর্ধ্ব-১৯ দল তোলে ৩৪৮ রান। জবাবে ব্যাট করতে নেমে ভারতীয় যুবারা মাত্র ২৬ দশমিক ২ ওভারেই ১৫৬ রানে অলআউট হয়ে যায়। ফলে যুব এশিয়া কাপের ফাইনালে দ্বিতীয় সর্বোচ্চ ১৯১ রানের ব্যবধানে জয় পায় পাকিস্তান এবং দ্বিতীয়বারের মতো শিরোপা ঘরে তোলে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here