১ গোলের জন্য দুই হালি হল না লিভারপুলের!

0

ঘরের মাঠে রেড ডেভিলদের পেয়ে যেন নিজেদের পুরোটা মেলে ধরল অল রেডসরা। রীতিমতো ঝড় উঠল সালাহদের পায়ে। অ্যানফিল্ডে ম্যানচেস্টার ইউনাইটেডকে ৭-০ গোলে হারিয়ে দিয়েছে লিভারপুল।

আক্রমণে দিশেহারা টেন হাগের দল সালাহদের আটকানোর কোনো পথই যেন খুঁজে পেল না।

বিরতির আগে এগিয়ে যাওয়ার পর দ্বিতীয়ার্ধে আরও ৬ গোল করে সালাহরা।

কোডি হাকপো, দারউইন নুনেস ও মোহামেদ সালাহ দুটি করে গোল করেছেন। আর শেষ দিকে বদলি নেমে সপ্তম গোলটি করেন রবের্তো ফিরমিনো।

সবমিলিয়ে মৌসুমজুড়ে ধুঁকতে থাকা লিভারপুল যেন ভিন্ন আভাসই দিল এই ম্যাচে। শান্ত অ্যানফিল্ডে এমন ঝড় উঠবে সেকথা নিশ্চয়ই আগে ঠাহর করতে পারেনি ম্যানচেস্টারের ইউনাইটেড।

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here