রাশিয়ার সঙ্গে শান্তি চুক্তি স্বাক্ষরের পর ইউক্রেনে নির্বাচন অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি।
যুক্তরাষ্ট্র-ইউক্রেনের খসড়া পরিকল্পনার সর্বশেষ সংস্করণ অনুসারে, রাশিয়ার আক্রমণ বন্ধ করার জন্য একটি চুক্তি স্বাক্ষরের পর ইউক্রেন যত তাড়াতাড়ি সম্ভব প্রেসিডেন্ট নির্বাচনের আয়োজন করবে।
জেলেনস্কি সাংবাদিকদের বলেন, মস্কোয় পাঠানো সর্বশেষ নথিতে একটি পয়েন্টে বলা হয়েছে, চুক্তি স্বাক্ষরের পর যত তাড়াতাড়ি সম্ভব ইউক্রেনের নির্বাচন অনুষ্ঠান করা উচিত।
জেলেনস্কি বলেন, ওয়াশিংটন এবং কিয়েভের মধ্যে সম্মত যুদ্ধের অবসানের জন্য একটি খসড়া প্রস্তাবের সর্বশেষ সংস্করণের বিষয়ে বুধবার মস্কোর উত্তর আশা করছেন তিনি।
জেলেনস্কি বুধবার সাংবাদিকদের বলেন, যুক্তরাষ্ট্রের সাথে কথা বলার পর আমরা রাশিয়ার প্রতিক্রিয়া পাব। তিনি মায়ামিতে চলতি সপ্তাহে আলোচনায় নতুন ২০-দফা পরিকল্পনার বিশদ বর্ণনা করেছেন।
এদিকে রাশিয়ার রাজধানী মস্কোতে ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। রাশিয়ার বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ জানিয়েছে, রাতে মস্কোকে লক্ষ্য করে ইউক্রেনের ড্রোন হামলার পর টুলা অঞ্চলের বাণিজ্যিক এলাকায় আগুন ধরে গেছে। বুধবার আঞ্চলিক কর্তৃপক্ষ এ তথ্য নিশ্চিত করেছে।
মস্কোর মেয়র সের্গেই সোবিয়ানিন টেলিগ্রাম মেসেজিং অ্যাপে বলেছেন, মস্কোকে লক্ষ্য করে কমপক্ষে তিনটি ড্রোন ভূপাতিত করা হয়েছে।
তিনি বলেছেন, ড্রোনের ধ্বংসাবশেষ যেখানে পড়েছে সেখানে জরুরি পরিষেবা পাঠানো হয়েছে। তবে তিনি তাৎক্ষণিকভাবে কোনও ক্ষয়ক্ষতির খবর দেননি।
রাশিয়ার বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ টেলিগ্রামে জানিয়েছে, রাজধানীতে চারটি প্রধান বিমানবন্দরের মধ্যে দুটিতে সীমিত পরিসরে সেবা দেওয়া হচ্ছে। সূত্র: দ্য টাইমস, প্রাবদা, কিয়েভ ইন্ডিপেন্ডেন্ট

