ঘন কুয়াশার কারণে পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে ফেরি চলাচল বন্ধ রয়েছে। মঙ্গলবার মধ্যরাত হতে এই নৌরুটে কুয়াশা পরতে থাকে। কুয়াশার তীব্রতা বেড়ে গেলে সকাল সোয়া ছয়টায় ফেরি চলাচল বন্ধ করে দেয় কর্তৃপক্ষ।
ফেরি চলাচল বন্ধ হওয়ায় দুই প্রান্তে ফেরি আটকে থাকে। কনকনে শীতে গাড়িচালক,যাত্রি ও শ্রমিকরা চরম ভোগান্তিতে পরেন।
বিআইডব্লিওটিসি সূত্র জানিয়েছে, কুয়াশার তীব্রতা বেড়ে গেলে দুর্ঘটনা এরাতে সকাল সোয়া ছয়টায় ফেরি চলাচল বন্ধ করে দেওয়া হয়।কুয়াশার তীব্রতা কমে গেলে ফেরি চলাচল স্বাভাবিক হবে।

