বিএনপি নেতার বসতঘরে আগুন, শিশু আয়েশার মৃত্যুর চার দিন পর মামলা

0
বিএনপি নেতার বসতঘরে আগুন, শিশু আয়েশার মৃত্যুর চার দিন পর মামলা

লক্ষ্মীপুরে বিএনপির এক নেতার বসতঘরে দুর্বৃত্তদের লাগানো আগুনে পুড়ে শিশু আয়েশা আক্তার বিনতি (৮) নিহত ও তিনজন দগ্ধ হওয়ার ঘটনায় চার দিন পর মামলা করা হয়েছে। মঙ্গলবার রাতে দগ্ধ বিএনপি নেতা বেলাল হোসেন অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে সদর মডেল থানায় মামলাটি দায়ের করেন।

সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওয়াহেদ ফারভেজ মামলার বিষয়টি নিশ্চিত করে বলেন, বেলাল হোসেন বাদী হয়ে মামলা করেছেন। ঘটনাটি তদন্তাধীন রয়েছে।

ঘটনাটি ঘটে শুক্রবার মধ্যরাতে সদর উপজেলার ভবানীগঞ্জ ইউনিয়নে। ওই এলাকার বিএনপির সহ সাংগঠনিক সম্পাদক বেলাল হোসেনের বসতঘরে দুর্বৃত্তরা আগুন লাগিয়ে দেয় বলে অভিযোগ রয়েছে। এতে তার মেয়ে আয়েশা আক্তার বিনতি ঘটনাস্থলেই মারা যায়।

এ ছাড়া অগ্নিকাণ্ডে বেলাল হোসেন, তার দুই মেয়ে সালমা আক্তার স্মৃতি (১৭) ও সামিয়া আক্তার বিথি (১৪) দগ্ধ হন। এর মধ্যে স্মৃতির শরীরের প্রায় ৯০ শতাংশ পুড়ে গেছে। তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ও প্লাস্টিক সার্জারি ইউনিটের আইসিইউতে ভর্তি করা হয়েছে। তিনি বর্তমানে মৃত্যুর সঙ্গে লড়ছেন।

অপরদিকে বিথির শরীরের প্রায় ২ শতাংশ পুড়ে গেছে। চিকিৎসা শেষে তিনি বর্তমানে পরিবারের সঙ্গে রয়েছেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here