ঢাকা ইউনিভার্সিটি অ্যালামনাই অ্যাসোসিয়েশন অস্ট্রেলিয়ার উদ্যোগে বাংলাদেশের ৫৪তম মহান বিজয় দিবস উদযাপিত হয়েছে।
রবিবার (২১ ডিসেম্বর) সিডনির ব্ল্যাকটাউন এলাকার হে লেবাট স্পোর্টস স্টেডিয়ামে প্রবাসী অ্যালামনাই ও তাদের পরিবারবর্গের অংশগ্রহণে দিনব্যাপী এ আয়োজন অনুষ্ঠিত হয়।
৯ মাসের রক্তক্ষয়ী মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে অর্জিত ১৯৭১ সালের ১৬ ডিসেম্বরের ঐতিহাসিক বিজয়ের স্মরণে আয়োজিত এ অনুষ্ঠানে লাল-সবুজের সাজে সেজে ওঠে পুরো মাঠ। অ্যালামনাই পরিবারের সদস্যদের পোশাক ও হাতে হাতে জাতীয় পতাকার সমাহারে বিদেশের মাটিতে যেন এক খণ্ড বাংলাদেশ দৃশ্যমান হয়ে ওঠে।
অনুষ্ঠানের সূচনা করেন সঞ্চালক নার্গিস বানু। তিনি উপস্থিত সকলকে স্বাগত জানিয়ে কর্মসূচি ঘোষণা করেন। সমবেত কণ্ঠে বাংলাদেশ ও অস্ট্রেলিয়ার জাতীয় সংগীত পরিবেশনের মাধ্যমে অনুষ্ঠানের আনুষ্ঠানিকতা শুরু হয়। এরপর ‘অ্যাকনলেজমেন্ট অব ল্যান্ড’ পাঠ করেন হাফিদ আবিয়ান।
সংগঠনের সভাপতি কামরুল মান্নান আকাশ মহান মুক্তিযুদ্ধে আত্মদানকারী শহীদদের স্মরণে এক মিনিট নীরবতা পালনের আহ্বান জানান। বক্তব্যে তিনি মুক্তিযুদ্ধের তাৎপর্য তুলে ধরে বলেন, বিজয় দিবস উদযাপনের মাধ্যমে আমরা আমাদের অহংকার মুক্তিযুদ্ধের চেতনা স্মরণ করি এবং তা আগামী প্রজন্মের মাঝে ছড়িয়ে দিতে চাই। তিনি সফল আয়োজনের জন্য কার্যকরী কমিটির সদস্যদের ধন্যবাদ জানান এবং ভেন্যু বরাদ্দ দেওয়ার জন্য ব্ল্যাকটাউন ওয়ার্কার্স সিনিয়র ক্রিকেট ক্লাবের সভাপতি অর্জুন সিংয়ের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
সাধারণ সম্পাদক লিংকন শফিকউল্লাহ স্পোর্টস গ্রাউন্ড বরাদ্দ পেতে সহায়তার জন্য ক্লাবের সহ-সভাপতি ও অ্যালামনাই সদস্যের সন্তান সাজিদ মান্নান প্রত্যয়কে বিশেষ ধন্যবাদ জানান। পাশাপাশি ট্রফি স্পন্সর হিসেবে বিশ্বজিৎ চক্রবর্তী এবং বিশেষ সহায়তার জন্য শফিকুল আলম, জুবায়ের মিয়া ও সাকিনা আক্তারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
সাংস্কৃতিক পর্বের পরিকল্পনায় ছিলেন সাংস্কৃতিক সম্পাদক সাকিনা আক্তার। কণ্ঠশিল্পী তামিমা শাহরিনের সঙ্গে জাতীয় সংগীত ও দেশাত্মবোধক গানে অংশ নেন উপস্থিত অ্যালামনাই সদস্যরা। তবলায় সহায়তা করেন সাকিনা আক্তার। সাংস্কৃতিক পর্ব শেষে “ধনধান্য পুষ্পভরা আমাদের এই বসুন্ধরা” গানের তালে জাতীয় পতাকা হাতে নিয়ে এক বর্ণাঢ্য র্যালিতে অংশ নেন অ্যালামনাই ও তাদের পরিবারের সদস্যরা।
পরবর্তীতে বিজয় দিবস উপলক্ষে একটি প্রীতি ক্রিকেট ম্যাচ অনুষ্ঠিত হয়। ক্রীড়া সম্পাদক হায়াত মাহমুদ ও সহযোগী সাধারণ সম্পাদক বিশ্বজিতের পরিচালনায় লাল ও সবুজ দল মুখোমুখি হয়। তীব্র প্রতিযোগিতা ও উত্তেজনার মধ্য দিয়ে ম্যাচটি সম্পন্ন হয়। খেলায় আম্পায়ারিং করেন সাজিদ মান্নান প্রত্যয় ও অর্জুন সিং। পরে বিজয়ী ও রানারআপ দলের খেলোয়াড়দের হাতে পুরস্কার তুলে দেন সংগঠনের কার্যকরী কমিটির সদস্যরা।
অনুষ্ঠানের সার্বিক লজিস্টিক ব্যবস্থাপনায় ছিলেন ইভেন্ট ম্যানেজমেন্ট সম্পাদক নার্গিস বানু। তাকে সহায়তা করেন তানিয়া ফারজানা, নাজমুল হক, শুভ্র চৌধুরী, জুবায়ের মিয়া, নুসরাত স্মৃতিসহ আরও অনেকে। সবশেষে সাধারণ সম্পাদক লিংকন শফিকউল্লাহ উপস্থিত সকলকে ধন্যবাদ জানান এবং চ্যাম্পিয়ন দলের হাতে ট্রফি তুলে দিয়ে সভাপতি কামরুল মান্নান আকাশ অনুষ্ঠানের সমাপনী ঘোষণা করেন।

