মানিকগঞ্জে গাঁজাসহ মাদক কারবারি আটক

0
মানিকগঞ্জে গাঁজাসহ মাদক কারবারি আটক

মানিকগঞ্জের সিংগাইরে ১০ কেজি গাঁজাসহ মতি মোল্লা (৩৪) নামের এক মাদক কারবারিকে আটক করেছে সিংগাইর থানা পুলিশ। মঙ্গলবার দুপুরে সিংগাইর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মো.মাজহারুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।

আটক মাদককারবারি মো.মতি মোল্লা পিরোজপুর জেলার মঠবাড়িয়া থানার বাসিন্দা। 

পুলিশ জানিয়েছে, সোমবার দিবাগত রাত সাড়ে ১১টার দিকে উপজেলার ধল্লা ইউনিয়নের বাস্তা বাসস্ট্যান্ড সংলগ্ন দক্ষিণ পাশে ব্রিজের ওপর অভিযান পরিচালনা করে মতি মোল্লা নামের এক মাদক কারবারিকে আটক করেন পুলিশ। এ সময় তার কাছ থেকে ১০ কেজি গাঁজা উদ্ধার হয়। যার আনুমানিক মূল্যে ৪ লাখ টাকা।

সিংগাইর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মো. মাজহারুল ইসলাম জানান,আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু হয়েছে এবং আসামিকে আদালতে সোপোর্দ করা হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here