বিমানবন্দর ও সংলগ্ন এলাকায় ড্রোন উড্ডয়ন নিষিদ্ধ

0
বিমানবন্দর ও সংলগ্ন এলাকায় ড্রোন উড্ডয়ন নিষিদ্ধ

জাতীয় নিরাপত্তা ও নিরাপদ বিমান চলাচলের স্বার্থে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরসহ সকল বিমানবন্দর ও তৎসংলগ্ন এলাকায় ড্রোন উড্ডয়ন সম্পূর্ণভাবে নিষিদ্ধ করা হয়েছে। বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ এ সংক্রান্ত নির্দেশনা জারি করেছে 

সংস্থাটি একটি বিজ্ঞপ্তিতে উল্লেখ করেছে, ড্রোন নিবন্ধন ও উড্ডয়ন নীতিমালা ২০২০ অনুযায়ী অনুমোদনহীন ড্রোন উড্ডয়ন বিমানবন্দর এলাকায় সম্পূর্ণভাবে নিষিদ্ধ। তবে, গত ১৯ ডিসেম্বর শহিদ শরীফ ওসমান হাদির মরদেহ বিমানবন্দরে গ্রহণের সময় তিনজন উপদেষ্টা ও গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গের উপস্থিতিতে কিছু ইলেকট্রনিক মিডিয়া অনুমোদন ছাড়াই ড্রোন উড্ডয়ন করে ছবি ধারণ করে। এ ধরনের কার্যক্রম বিমান চলাচলের জন্য মারাত্মক ঝুঁকির কারণ হিসেবে উল্লেখ করা হয়েছে।

বেসামরিক বিমান কর্তৃপক্ষ সংশ্লিষ্ট সকলকে বিশেষভাবে অনুরোধ করেছে, বিমানবন্দর ও সংলগ্ন এলাকায় ড্রোন উড্ডয়ন না করার মাধ্যমে নিরাপদ বিমান চলাচল নিশ্চিত করতে সহায়তা করবেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here