শিল্পী সমিতির নির্বাচনে ফিরছেন আহমেদ শরীফ, লড়তে চান সভাপতি পদে

0
শিল্পী সমিতির নির্বাচনে ফিরছেন আহমেদ শরীফ, লড়তে চান সভাপতি পদে

বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচন মানেই আলোচনার কেন্দ্রে তারকারা। অভিনয়ের পাশাপাশি সংগঠনের নেতৃত্বে সক্রিয় ভূমিকার কারণে বরাবরই এই নির্বাচনে অংশ নেন সিনিয়র শিল্পীরা। সেই ধারাবাহিকতায় আসন্ন নির্বাচনে অংশ নেওয়ার আগ্রহ প্রকাশ করেছেন ঢাকাই সিনেমার জনপ্রিয় অভিনেতা ও খল চরিত্রে সুপরিচিত আহমেদ শরীফ।

আসন্ন বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনে অংশগ্রহণের আশাবাদ ব্যক্ত করে আহমেদ শরীফ বলেন, তিনি সভাপতি পদে প্রার্থী হওয়ার কথা ভাবছেন। 

সোমবার সন্ধ্যায় গণমাধ্যমের সঙ্গে আলাপকালে তিনি এ তথ্য জানান।

আহমেদ শরীফ বলেন, বর্তমানে কিছু কাজের জন্য তিনি যুক্তরাষ্ট্র থেকে দেশে এসেছেন। অল্প কিছুদিনের মধ্যেই আবার সেখানে ফিরে যাবেন। তবে নির্বাচনের আগেই তিনি দেশে ফিরবেন বলে জানান। তিনি বলেন, ‘যারা শিল্পী সমিতির জন্য আন্তরিকভাবে কাজ করতে চান, তাদের নিয়েই একটি শক্তিশালী প্যানেল গঠন করে নির্বাচনে অংশ নেওয়ার পরিকল্পনা রয়েছে।’

তিনি আরও বলেন, সভাপতি পদে নির্বাচন করার বিষয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। এ নিয়ে শিল্পীদের সঙ্গে আলোচনা চলছে। কয়েক দিনের মধ্যেই এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত জানাতে পারবেন বলেও আশা প্রকাশ করেন এই অভিনেতা।

উল্লেখ্য, বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির প্রতিষ্ঠাকালীন সাধারণ সম্পাদক ছিলেন আহমেদ শরীফ। পরবর্তীতে তিনি তিনবার সাধারণ সম্পাদক এবং চারবার সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছেন। সংগঠনের নেতৃত্বে তার দীর্ঘ অভিজ্ঞতা আসন্ন নির্বাচনকে ঘিরে নতুন করে আলোচনা সৃষ্টি করেছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here