তারেক রহমানের প্রত্যাবর্তনে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার পথ সুগম হবে: আব্দুল লতিফ

0
তারেক রহমানের প্রত্যাবর্তনে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার পথ সুগম হবে: আব্দুল লতিফ

তারেক রহমানের প্রত্যাবর্তনে বাংলাদেশে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার প্রত্যাশা পূরণের পথ সুগম হবে বলে মন্তব্য করেছেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য আব্দুল লতিফ সম্রাট।

বিজয় দিবস উপলক্ষে ২১ ডিসেম্বর সন্ধ্যায় নিউইয়র্ক সিটির ব্রঙ্কসে এক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

তিনি আরও বলেন, জাতির ক্রান্তিকালে অবিস্মরণীয় ভূমিকায় অবতীর্ণ হয়েছিলেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। সময়ের পরিক্রমায় আবারো বাংলাদেশে সত্যিকারের গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার প্রত্যাশা পূরণে তারেক রহমানের প্রয়োজনীয়তা বোধ করছে বাংলাদেশ। সে আলোকে লন্ডন থেকে ঢাকায় তারেক রহমানের আসন্ন প্রত্যাবর্তনকে স্বাগত জানাচ্ছে যুক্তরাষ্ট্রস্থ ‘বাংলাদেশি জাতীয়তাবাদী পরিবার’।

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে যুবদলের সাবেক কেন্দ্রীয় নেতা ও সিলেট জেলা বিএনপির অন্যতম উপদেষ্টা এম এ বাতিন বলেন, আসন্ন নির্বাচনকে বানচালে ষড়যন্ত্রকারীরা নানা কূটচাল পরিচালনা করছে। 

সমাবেশে সভাপতিত্ব করেন বাংলাদেশ জাতীয়তাবাদী পরিষদ, যুক্তরাষ্ট্রের সভাপতি সৈয়দ গৌছ হোসেন এবং পরিচালনা করেন সাধারণ সম্পাদক মো. সোলায়মান। বিশেষ অতিথি হিসেবে আরো বক্তব্য রাখেন জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের সভাপতি আলহাজ বাবরউদ্দিন, সেক্রেটারি সুরুজ্জামান, বিএনপি নেতা ডা. সবুর, ইঞ্জিনিয়ার এম এ খালেক, ছাত্রদলের যুক্তরাষ্ট্র শাখার সভাপতি মাজহারুল ইসলাম জনি, বিএনপি নেতা এমরান শাহ রনসহ অন্যরা। 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here