ওসমান হাদির স্মরণে সিডনিতে দোয়া ও গায়েবানা জানাজা

0
ওসমান হাদির স্মরণে সিডনিতে দোয়া ও গায়েবানা জানাজা

ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও জুলাই আন্দোলনের অন্যতম যোদ্ধা শরিফ ওসমান হাদির স্মরণে জুলাই সংহতি অস্ট্রেলিয়ার উদ্যোগে দোয়ার আয়োজন করা হয়। গতকাল শুক্রবার (১৯ ডিসেম্বর) বাদ জুম্মা দোয়া মাহফিলে তাঁর আত্মার মাগফিরাত কামনা করা হয়।

দোয়া শেষে সর্বদলীয় জুলাই জোট অস্ট্রেলিয়ার ব্যানারে একটি বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। মিছিলটি শান্তিপূর্ণভাবে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে এবং শেষে গায়েবানা জানাজার মাধ্যমে কর্মসূচির সমাপ্তি ঘটে।

কর্মসূচিতে বক্তারা শরিফ ওসমান হাদির সংগ্রাম ও ত্যাগের কথা স্মরণ করে বলেন, একজন হাদি শহীদ হলেও লাখো হাদি ইতোমধ্যেই জন্ম নিয়েছে। তাঁদের ভাষ্য অনুযায়ী, ভারতের আধিপত্যবাদী আচরণের বিরুদ্ধে হাদীর অবস্থান ছিল প্রতীকী ও প্রেরণাদায়ক, যা ভবিষ্যৎ প্রজন্মকে অনুপ্রাণিত করে যাবে।

বক্তারা আরও বলেন, এই প্রেরণা যুগ যুগ ধরে অব্যাহত থাকবে এবং ন্যায় ও স্বাধীনতার সংগ্রাম চলবে। কর্মসূচিতে বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতাকর্মীসহ প্রবাসী বাংলাদেশিরা অংশগ্রহণ করেন। অনুষ্ঠানটি সুশৃঙ্খল ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here