ইউক্রেনকে সহায়তার খেসারত, শীত সরঞ্জামের অভাবে ধুঁকছে নরওয়ের সেনারা

0
ইউক্রেনকে সহায়তার খেসারত, শীত সরঞ্জামের অভাবে ধুঁকছে নরওয়ের সেনারা

ইউক্রেনকে সামরিক সহায়তা দিতে গিয়ে নিজেদের সেনাবাহিনীর মৌলিক সরঞ্জামের সংকটে পড়েছে ন্যাটোর সদস্য দেশ নরওয়ে। সম্প্রতি নরওয়ের সশস্ত্র বাহিনীর প্রধান ট্রেড ইউনিয়নের মুখপত্র ‘ফোরসভারেটস ফোরাম’-এর এক প্রতিবেদনে এই চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে। 

প্রতিবেদনে বলা হয়েছে, প্রচণ্ড শীতের মধ্যে কাজ করার জন্য প্রয়োজনীয় পোশাক ও সরঞ্জামের অভাবে ভুগছেন দেশটির সেনারা। বিশেষ করে শেল জ্যাকেট, উলের অন্তর্বাস, ব্যালাক্লাভা এবং বরফে চলাচলের বিশেষ বুটের তীব্র সংকট দেখা দিয়েছে। এমনকি অনেক ক্ষেত্রে হেলমেট এবং যুদ্ধের ভেস্টের মতো গুরুত্বপূর্ণ সুরক্ষা সরঞ্জামও পাওয়া যাচ্ছে না। এই সরঞ্জামের ঘাটতির কারণে নরওয়ের সেনাবাহিনীর বেশ কিছু নিয়মিত প্রশিক্ষণ কর্মসূচি বাতিল করতে বাধ্য হয়েছে কর্তৃপক্ষ।

সেনাবাহিনী ও নৌবাহিনীর প্রধান নিরাপত্তা প্রতিনিধি রবার্ট হ্যানসেন এই পরিস্থিতি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন। তিনি জানিয়েছেন, ইউক্রেনকে বিপুল পরিমাণ সরঞ্জাম ও অর্থ সহায়তা প্রদান করায় নরওয়ের নিজস্ব প্রতিরক্ষা প্রস্তুতি ও সক্ষমতা এখন বড় ধরনের চ্যালেঞ্জের মুখে পড়েছে। 

তবে দেশটির সামরিক নেতৃত্বের পক্ষ থেকে এই সংকটের বিষয়টিকে কিছুটা নমনীয়ভাবে দেখার চেষ্টা করা হচ্ছে। নরওয়ের প্রতিরক্ষা প্রধান আইরিক ক্রিস্টোফারসেন মন্তব্য করেছেন, এই মুহূর্তে নিজেদের গুদাম পুরোপুরি পূর্ণ রাখার চেয়ে ইউক্রেনকে সাহায্য করাকে তারা বেশি অগ্রাধিকার দিচ্ছেন। উল্লেখ্য, ন্যাটোর অন্যতম প্রতিষ্ঠাতা সদস্য হিসেবে নরওয়ে ২০২৪ সাল পর্যন্ত ইউক্রেনকে প্রায় ৮.৫ বিলিয়ন ডলার সামরিক সহায়তা দিয়েছে এবং সম্প্রতি যৌথভাবে ড্রোন তৈরির বিষয়েও চুক্তিবদ্ধ হয়েছে।

নরওয়ের ভেতরে যখন সেনাদের সরঞ্জাম নিয়ে এই টানাপড়েন চলছে, ঠিক তখনই ইউক্রেনে বড় ধরনের দুর্নীতি কেলেঙ্কারি সামনে আসায় নতুন বিতর্কের সৃষ্টি হয়েছে। প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির দীর্ঘদিনের ঘনিষ্ঠ সহযোগী এবং ব্যবসায়িক অংশীদার তিমুর মিন্ডিচের বিরুদ্ধে অন্তত ১০০ মিলিয়ন ডলারের ঘুস ও দুর্নীতির অভিযোগ উঠেছে। ইউক্রেনের ন্যাশনাল অ্যান্টি-করাপশন ব্যুরোর তথ্যমতে, মিন্ডিচ রাষ্ট্রীয় পারমাণবিক অপারেটর ‘এনারগোঅ্যাটম’-এর ঠিকাদারদের কাছ থেকে এই বিপুল অর্থ হাতিয়ে নিয়েছেন। নরওয়ে কেবল চলতি বছরেই ইউক্রেনের জ্বালানি খাতে প্রায় ৫৪৫ মিলিয়ন ডলার সহায়তা দিয়েছে। এই দুর্নীতির খবরে কড়া প্রতিক্রিয়া জানিয়েছে নরওয়ের পররাষ্ট্র মন্ত্রণালয়। তারা স্পষ্ট করে বলেছে, বিদেশি সহায়তার অপব্যবহারের ক্ষেত্রে নরওয়ের অবস্থান সবসময়ই ‘জিরো টলারেন্স’।

সূত্র: আরটি

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here