মধ্য আফ্রিকান প্রজাতন্ত্রে প্রেসিডেন্ট নির্বাচনে তুয়াদেরার বিপক্ষে ছয় প্রার্থী

0
মধ্য আফ্রিকান প্রজাতন্ত্রে প্রেসিডেন্ট নির্বাচনে তুয়াদেরার বিপক্ষে ছয় প্রার্থী

মধ্য আফ্রিকান প্রজাতন্ত্রে আগামী শনিবার অনুষ্ঠেয় প্রেসিডেন্ট নির্বাচনে ক্ষমতাসীন নেতা ফস্টিন আরশঁজ তুয়াদেরা’র বিপক্ষে লড়বেন ছয়জন প্রার্থী। ফরাসি বার্তা সংস্থা এএফপি এ খবর জানিয়েছে।

দেশটি দীর্ঘদিন ধরেই রাজনৈতিকভাবে অস্থিতিশীল। ২০১৬ সালে প্রথমবার নির্বাচিত তুয়াদেরা’র বিরুদ্ধে বিরোধীদের অভিযোগ, তিনি তৃতীয় মেয়াদে প্রার্থী হয়ে আজীবন ক্ষমতায় থাকার চেষ্টা করছেন। ২০২৩ সালে সংবিধান পরিবর্তনের মাধ্যমেই তার এই পথ সুগম হয় বলে বিরোধীরা অভিযোগ করছেন।

তুয়াদেরাকে সরিয়ে দিতে প্রতিদ্বন্দ্বিতায় নামা ছয় প্রার্থী হলেন— আনিসে জর্জ দোলোগুয়েলে, হেনরি-মারি দঁদ্রা, সার্জ জরি, এরিস্তিদ ব্রিয়াঁ রেবোয়া, এডি সিম্ফোরিয়েন কপারেকুতি ও মার্সেলাঁ ইয়ালেমঁদে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here