মালয়েশিয়ায় বিজয় দিবস ‘ব্যাডমিন্টন টুর্নামেন্টে’ চ্যাম্পিয়ন সোয়াত ও রাব্বি

0
মালয়েশিয়ায় বিজয় দিবস 'ব্যাডমিন্টন টুর্নামেন্টে' চ্যাম্পিয়ন সোয়াত ও রাব্বি

মালয়েশিয়ায় বিজয় দিবস উপলক্ষে ‘ব্যাডমিন্টন টুর্নামেন্টে’ চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে তিনবারের বাংলাদেশ চ্যাম্পিয়ন খন্দকার আব্দুস সোয়াত ও ফজলে রাব্বি। ব্যাডমিন্টন টুর্নামেন্টটি সরাসরি উপভোগ করেছেন বাংলাদেশ জাতীয় ফুটবল দলের ক্যাপ্টেন জামাল ভূঁইয়া।

এ সময় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, কুয়ালালামপুরে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার মঞ্জুরুল করিম খান চৌধুরি। 

কুয়ালালামপুরের ইউনিক স্পোর্টস সেন্টারে চট্টগ্রাম ফাইটারস এর হয়ে টিম গবলিনের ইউসুফ আলি ও নাঈম উদ্দিনকে ২১-১৭ ও ২১ -১৬ সেটে হারায় তারা। এছাড়া তৃতীয় স্থান নির্ধারিত ম্যাচে জয় পায় স্ম্যাশ স্কোয়াডের শাহাবুদ্দিন ও সোহেল রানা। 

৩২ দলের এ টুর্নামেন্টে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত থেকে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন বাংলাদেশ জাতীয় ফুটবল দলের ক্যাপ্টেন জামাল ভূঁইয়া। 

পুরস্কার বিতরণী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন টুর্নামেন্ট আয়োজক কমিটির সভাপতি মোবিন ভুঁইয়া, সাধারণ সম্পাদক আলি আজগর মিলন, কমিউনিটি প্রেস ক্লাবের সভাপতি আমিনুল ইসলাম রতনসহ কমিউনিটির নেতৃবৃন্দ। 

জমজমাট এ ব্যাডমিন্টন টুর্নামেন্টে একমাত্র স্পন্সর হিসাবে ছিলো বিএম গ্লোরি এসডিএন বিএইচডি। ছুটির দিন থাকায় খেলা উপভোগ করতে মাঠে আসেন প্রবাসী বাংলাদেশিরা। 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here