কানাডার ক্যালগেরির মালবোরো কমিউনিটি সেন্টারে বাংলাদেশ সোসাইটি অফ ক্যালগেরির উদ্যোগে স্থানীয় সময় শনিবার অনুষ্ঠিত হয়েছে মহান বিজয় দিবস।
কানাডায় প্রবাসে বেড়ে ওঠা কোমলমতি শিশু কিশোরদের মাঝে বাংলাদেশের বিজয় দিবসের চেতনা, ইতিহাস, ঐতিহ্য ও সংস্কৃতিকে তুলে ধরাই ছিল অনুষ্ঠানের মূল লক্ষ্য।
দিবসটি উপলক্ষ্যে দিনব্যাপী অনুষ্ঠানে ছিল প্রবাসী বাংলাদেশি ছোট ছোট কোমলমতি শিক্ষার্থীদের মধ্যে চিত্রাঙ্কন প্রতিযোগিতা, বড়পর্দায় মুক্তিযুদ্ধের বাংলা চলচ্চিত্রের প্রদর্শনী, আলোচনা সভা, নাচ গান, শিল্পী রিয়াদ হাসান এর কনসার্ট এবং স্থানীয় শিল্পীদের পরিচালনায় সাংস্কৃতিক অনুষ্ঠান।
আলোচনা সভায় বক্তারা বলেন, আমরা প্রবাসে থাকলেও দেশ সব সময় আমাদের হৃদয়ে। আমাদের নতুন প্রজন্মকে বিজয় দিবসের ইতিহাস জানাতে হবে। জানাতে হবে আমাদের মানচিত্রকে, শেখাতে হবে আমাদের বাংলা সংস্কৃতিকে। অনুষ্ঠানটি প্রবাসী বাঙ্গালীদের পদচারণায় মুখরিত হয়ে ওঠে মুহূর্তে পরিণত হয় একখণ্ড বাংলাদেশে।
আয়োজকরা জানান, প্রজন্ম থেকে প্রজন্মান্তরে তাদের এই আয়োজন অব্যাহত থাকবে।

