পিরোজপুরে মাদ্রাসাছাত্র তানভীর আহসান সাকিব হত্যা মামলায় অভিযুক্ত চার আসামিকে যাবজ্জীবন কারাদণ্ডাদেশ দিয়েছে আদালত। মঙ্গলবার দুপুরে আসামিদের উপস্থিতিতে পিরোজপুর জেলা ও দায়রা জজ মো. মহিদুজ্জামান এ রায় প্রদান করেন।
দণ্ডপ্রাপ্ত আসামিরা হলো- পিরোজপুর সদর উপজেলার কদমতলা ইউনিয়নের দুলাল মোল্লা, একই এলাকার সাইদুল ইসলাম ওরফে সায়েদ শেখ, শহিদুল ইসলাম ওরফে সহিদ শেখ এবং বেল্লাল শেখ ।
পরে নিহত সাবিকের মা দেলোয়ারা বেগম বাদী হয়ে পিরোজপুর সদর থানায় আসামিদের নাম উল্লেখ করে একটি হত্যা মামলা দায়ের করেন। মামলার তদন্তকারী কর্মকতা এস আই মো. সেলিম ২০১৯ সালের ১০ ফেব্রুয়ারি ৬ জনকে অভিযুক্ত করে আদালতে চার্জশিট প্রদান করেন। আদালতে ২৫ জন সাক্ষীর সাক্ষ্য শেষে আসামিদের উপস্থিতিতে বিচারক অভিযুক্ত চার জনকে যাবজ্জীবন কারাদণ্ড ও অপর দুই আসামি আনিস শেখ ও হাফিজুল শেখকে খালাস প্রদান করেন। মামলার আসামি পক্ষের আইনজীবী ছিলেন অ্যাডভোকেট আহসানুল কবির বাদল।