শরীয়তপুরে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ও ছাত্রদল নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনার পর এনসিপির অস্থায়ী কার্যালয়ে ভাঙচুরের ঘটনা ঘটেছে।
সোমবার (২২ ডিসেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে জেলা শহরের ঈদগাহ রোডে এ ঘটনা ঘটে। এ ছাড়াও ভাঙচুর করা হয় জেলা এনসিপি সমর্থক সাইফুজ্জামান খানের বাড়ি।
এনসিপি নেতাকর্মীদের অভিযোগ, ছাত্রদলের নেতাকর্মীরা এ ভাঙচুরের ঘটনা ঘটিয়েছে। যদিও বিষয়টি অস্বীকার করেছে জেলা ছাত্রদল।
সংঘর্ষের ঘটনার বিষয়ে পালং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ আলম বলেন, এনসিপির নেতারা আজ ওসমান হাদি হত্যাকাণ্ডের প্রতিবাদে মিছিল বের করেন। মিছিলের পাশ দিয়ে ছাত্রদলের নেতারা মোটরসাইকেল নিয়ে যাচ্ছিলেন। তখন মোটরসাইকেলের সাইড দেওয়াকে কেন্দ্র করে কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে তাদের মধ্যে সংঘর্ষ হয়। এখন পর্যন্ত চারজন আহতের তথ্য পাওয়া গেছে।
পরিস্থিতি বর্তমানে শান্ত রয়েছে বলেও জানান পুলিশের এই কর্মকর্তা।

