অ্যাপলকে প্রায় ১০০ মিলিয়ন ইউরো জরিমানা ইতালির

0
অ্যাপলকে প্রায় ১০০ মিলিয়ন ইউরো জরিমানা ইতালির

মার্কিন প্রযুক্তি জায়ান্ট অ্যাপলকে প্রায় ১০০ মিলিয়ন ইউরো জরিমানা করেছে ইতালি।

ইতালি কর্তৃপক্ষ সোমবার এ তথ্য জানিয়েছে।

মোবাইল অ্যাপ সেক্টরে প্রভাবশালী এই কোম্পানির নিজেদের অবস্থানের অপব্যবহারের অভিযোগে অ্যাপলকে ৯৮ মিলিয়ন ইউরো (১১৫ মিলিয়ন ডলার) জরিমানা করা হয়েছে।

ইতালিয়ান কম্পিটিশন অথরিটি এজিসিএম এক বিবৃতিতে জানিয়েছে, অ্যাপল তৃতীয় পক্ষের ডেভেলপারদের জন্য গোপনীয়তা বিধি লঙ্ঘন করেছে।

বিবৃতি অনুসারে, অ্যাপলের অ্যাপ ট্র্যাকিং ট্রান্সপারেন্সির (এটিটি) নিয়মগুলো একতরফা আরোপ করা হয়েছে এবং অ্যাপলের বাণিজ্যিক অংশীদারদের স্বার্থ ক্ষতিগ্রস্ত হচ্ছে।

এর আগে ফরাসি অ্যান্টিট্রাস্ট কর্তৃপক্ষ চলতি বছরের শুরুতে অ্যাপলকে অ্যাপ ট্র্যাকিং গোপনীয়তা লঙ্ঘনের জন্য ১৫০ মিলিয়ন ইউরো জরিমানা করেছিল।

ইউরোপের অন্যান্য কর্তৃপক্ষও এটিটির ওপর একই রকম তদন্ত শুরু করেছে, যা অ্যাপল গোপনীয়তা সুরক্ষা হিসেবে প্রচার করে আসছে।

২০২১ সালে অ্যাপল কর্তৃক প্রবর্তিত এই বৈশিষ্ট্যের জন্য অন্যান্য অ্যাপ এবং ওয়েবসাইটে তাদের কার্যকলাপ ট্র্যাক করার আগে অ্যাপগুলোকে একটি পপ-আপ উইন্ডোর মাধ্যমে ব্যবহারকারীর সম্মতি নিতে হয়। সূত্র: রয়টার্স

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here