যমজ সন্তানের নাম রাখা হলো ওসমান ও হাদি

0
যমজ সন্তানের নাম রাখা হলো ওসমান ও হাদি

শহীদ শরিফ ওসমান হাদিকে আজন্ম স্মৃতিপটে ধরে রাখলেন কক্সবাজারের এক জামায়াত নেতা। ওসমান ও হাদি ভাগ করে তার যমজ নবজাতকের নাম রেখেছেন।

জুলাই গণ-অভ্যুত্থানের অন্যতম সংগঠক ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদির ত্যাগকে স্মরণীয় করে রাখলেন শ্রমিক কল্যাণ ফেডারেশন কক্সবাজার শহরের ৪ নম্বর ওয়ার্ড শাখার অর্থ সম্পাদক জহুর আলম। তিনি কক্সবাজার পৌর শহরের টেকপাড়া এলাকার বাসিন্দা।

রবিবার (২১ ডিসেম্বর) রাতে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এক পোস্টে বিষয়টি নিশ্চিত করেন শ্রমিক ফেডারেশনের শহর সভাপতি আমিনুল ইসলাম হাসান।

তিনি বলেন, রাজনৈতিক সহযোদ্ধা ও স্নেহের কর্মী জহুর আলম মহান আল্লাহর অশেষ রহমতে একসঙ্গে দুই ছেলেসন্তানের বাবা হয়েছেন। তাদেরকে দেখতে গিয়ে শিশুদের নাম রাখার দায়িত্ব পড়ে আমার ওপর। তখন মা-বাবার সম্মতি নিয়ে শহীদ ওসমান হাদির স্মরণে শিশুদের নামকরণ করা হয়।

তিনি আরও বলেন, যমজ নবজাতকদের একজনের নাম রাখা হয়েছে হাসান ওসমান, অন্যজনের হোসাইন হাদি।

নবজাতকদের বাবা জহুর আলম বলেন, শহীদ হাদি শুধু একজন ক্ষণজন্মা মানুষ নন, একটি ইতিহাস। আমরা তাকে কখনো ভুলব না। তার নামে আমার সন্তানদের পরিচয় দিতে পারাটা আমাদের জীবনের বড় গর্ব।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here