বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার দুপুরে উপজেলার মাওলাগঞ্জ বাজার অডিটরিয়ামে উপজেলা বিএনপির আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় স্বাগত বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সভাপতি কৃষিবিদ মেহেদী হাসান পলাশ। তিনি বলেন, তারেক রহমান বাংলাদেশের গণতন্ত্র পুনরুদ্ধারের প্রতীক। তাঁর স্বদেশ প্রত্যাবর্তনের মাধ্যমে দেশের রাজনীতিতে একটি নতুন অধ্যায়ের সূচনা হবে। এ প্রত্যাবর্তনকে কেন্দ্র করে বিএনপির নেতাকর্মীদের ঐক্যবদ্ধ ও সাংগঠনিকভাবে প্রস্তুত থাকতে হবে।
তিনি দলের সকল অঙ্গ ও সহযোগী সংগঠনকে আন্দোলন ও কর্মসূচি সফল করার আহ্বান জানান।
উপজেলা বিএনপির সভাপতি কৃষিবিদ মেহেদী হাসান পলাশের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির সহ-আইন বিষয়ক সম্পাদক আব্দুল্লাহ আল মহসিন, জেলা বিএনপির সদস্য ও পৌর বিএনপির সাধারণ সম্পাদক সালে মুসা, উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি লিয়াকত আলী ফরিদ, সহ-সভাপতি আব্দুল করিম চেয়ারম্যান ও শাখাওয়াত হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক তাইবুর হাসান মাসুম, সাংগঠনিক সম্পাদক শুকরি সেলিম, সাংগঠনিক সম্পাদক ও উপজেলা যুবদলের আহ্বায়ক হারুনুর রশিদ আকাশ, অর্থ সম্পাদক আলমগীর হোসেন।
এছাড়া উপস্থিত ছিলেন পৌর বিএনপির সিনিয়র সহ-সভাপতি রফিকুল ইসলাম সেন্টু, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক রুস্তম আলী, উপজেলা কৃষকদলের আহ্বায়ক ওয়াসি উদ্দিন মেহেদী, পৌর যুবদলের সদস্য সচিব ফয়সাল বিন ইউসুফ সামি, শ্রমিক দল নেতা মজিবুর রহমান সজিব, স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক মাহাবুবুর রহমান, পৌর কৃষক দলের সদস্য সচিব রুবেল মিয়াসহ উপজেলা ও পৌর বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
অনুষ্ঠান সঞ্চালনা করেন উপজেলা বিএনপির ছাত্র বিষয়ক সম্পাদক আবু কালাম মুন্না। সভায় ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ উসমান হাদির রুহের মাগফিরাত কামনায় বিশেষ দোয়া করা হয়। একই সঙ্গে বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার দ্রুত রোগমুক্তি কামনায় দোয়া অনুষ্ঠিত হয়।
সভায় বক্তারা তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তনকে ঘিরে ঘোষিত দলীয় কর্মসূচি সফল করতে সর্বস্তরের নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।

