যুক্তরাষ্ট্র এবং তার মিত্রদের সামরিক কর্মকাণ্ডে নজরদারি করার জন্য সামরিক কৃত্রিম উপগ্রহ উৎক্ষেপণ করবে উত্তর কোরিয়া। আগামী জুনে এটি উৎক্ষেপণ করা হবে।
মঙ্গলবার দেশটির জ্যেষ্ঠ একজন প্রতিরক্ষা কর্মকর্তাকে উদ্ধৃত করে রাষ্ট্রায়ত্ত গণমাধ্যম এ খবর জানিয়েছে। এর আগে গতকাল সোমবার জাপান জানায়, চলতি সপ্তাহের মধ্যেই পিয়ংইয়ং একটি কৃত্রিম উপগ্রহ উৎক্ষেপণ করতে পারে বলে তারা জানতে পেরেছে ।
এর আগে গত ১৩ এপ্রিল উত্তর কোরিয়ার অস্ত্রভান্ডারের ‘সবচেয়ে শক্তিশালী’ নতুন একটি আন্তমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালায় উত্তর কোরিয়া। দেশটির সরকার জানায়, এটি একটি ‘সলিড ফুয়েল’ ক্ষেপণাস্ত্র। নাম ‘হওয়াসং-১৮’। সলিড ফুয়েল ক্ষেপণাস্ত্র হওয়াসং-১৮ তুলনামূলক দ্রুত উৎক্ষেপণ করা যায়। এ ক্ষেপণাস্ত্র শনাক্ত ও প্রতিহত করা কঠিন।
উত্তর কোরিয়ার শাসক কিম জং-উন তখন বলেছিলেন, আন্তমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হওয়াসং-১৮-এর সফল পরীক্ষা প্রতিদ্বন্দ্বী দেশগুলোর ভয় ও উদ্বেগ বাড়াবে।
গত মার্চে দক্ষিণ কোরিয়া ও যুক্তরাষ্ট্রের মধ্যে বড় ধরনের যৌথ সামরিক মহড়া ‘ফ্রিডম শিল্ড ২৩’ অনুষ্ঠিত হয়। এটি গত পাঁচ বছরের মধ্যে যুক্তরাষ্ট্র-দক্ষিণ কোরিয়ার সবচেয়ে বড় যৌথ সামরিক মহড়া। উত্তর কোরিয়া মহড়ার আগে-পরে একের পর এক ক্ষেপণাস্ত্র ছুড়ে নিজেদের শক্তি প্রদর্শন করে।