বরিশালের বানারীপাড়া থেকে শেখ হাসিনা পরিষদের সভাপতি এম মোয়াজ্জেম হোসেন বাবুলকে গ্রেফতার করা হয়েছে।
রবিবার বিএনপি নেতার করা মামলার আসামি হিসেবে তাকে বরিশাল সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হয়। আদালত সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মো. ফজলুর রহমান তাকে জেল হাজতে পাঠানোর নির্দেশ দেন।
পুলিশ জানিয়েছে, শনিবার রাতে বানারীপাড়া উপজেলার বাকপুর গ্রামের নিজ বাড়ি থেকে জেলা ডিবি পুলিশ তাকে গ্রেফতার করে। পরে বানারীপাড়া থানায় হস্তান্তর করা হয়।
বানারীপাড়া থানার ওসি মজিবুর রহমান বলেন, ডেভিল হান্ট ফেজ-২ অভিযানের অংশ হিসেবে তাকে গ্রেফতার করা হয়েছে এবং বিএনপি নেতার করা মামলায় আদালতে হাজির করা হয়েছে।
এম মোয়াজ্জেম হোসেন বাবুল শেখ রাসেল জাতীয় শিশু কিশোর পরিষদের কেন্দ্রীয় কমিটির উপদেষ্টা এবং বরিশাল বিভাগ উন্নয়ন ফোরামের সভাপতি।

