গাজায় বিয়ের অনুষ্ঠানে হামলার নিন্দা সিএআইআরের

0
গাজায় বিয়ের অনুষ্ঠানে হামলার নিন্দা সিএআইআরের

যুদ্ধবিরতির মাঝেও যুদ্ধবিধ্বস্ত গাজায় একটি বিবাহ অনুষ্ঠানে ইসরাইলি হামলার নিন্দা জানিয়েছে আমেরিকান-ইসলামিক রিলেশনস কাউন্সিল (সিএআইআর)। এ হামলায় এক শিশু,নারীসহ অন্তত ছয়জন নিহত হয়েছেন। এছাড়াও বেশ কয়েক জন আহত হয়।

রবিবার (২১ ডিসেম্বর) কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার প্রতিবেদনে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

বিবৃতিতে ওয়াশিংটন ভিত্তিক নাগরিক অধিকার গোষ্ঠীটি বলেছে, বোমা হামলায় ইসরাইলের যুদ্ধবিরতি প্রতিশ্রুতির সম্পূর্ণ লঙ্ঘন করেছে। এক্ষেত্রে প্রেসিডেন্ট ট্রাম্প এবং যুদ্ধবিরতির মধ্যস্থতা করা মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশগুলোকে হস্তক্ষেপের আহ্বান জানানো হয়। 

সিএআইআর বলেছে, বিয়ের অনুষ্ঠানে বোমা হামলা চালানো বর্বরতা। এই হামলা প্রমাণ করে যে যতক্ষণ পর্যন্ত ইসরাইলি দখলদারিত্ব গাজা জুড়ে মানুষ হত্যা অব্যাহত রাখবে, ততক্ষণ পর্যন্ত প্রকৃত যুদ্ধবিরতি হতে পারে না।

প্রত্যক্ষদর্শীর বরাত দিয়ে আনাদোলু এজেন্সিকে জানিয়েছে, একটি ইসরায়েলি ট্যাংক এলাকায় প্রবেশ করে এবং আশ্রয়কেন্দ্রে গুলি ছুঁড়ে, যার ফলে হতাহতের ঘটনা ঘটে। তারা আরও জানিয়েছে, ইসরায়েলি বাহিনী অ্যাম্বুলেন্স এবং বেসামরিক প্রতিরক্ষা কর্মীদের দুই ঘন্টারও বেশি সময় ধরে ঘটনাস্থলে পৌঁছাতে বাধা দেয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here