তালগাছপ্রেমী খোরশেদ আলীকে সম্মাননা স্মারক দিলো জেলা প্রশাসন

0
তালগাছপ্রেমী খোরশেদ আলীকে সম্মাননা স্মারক দিলো জেলা প্রশাসন

ঠাকুরগাঁওয়ের তালগাছপ্রেমী খোরশেদ আলীকে সম্মাননা স্মারক দিয়েছে জেলা প্রশাসন। পরিবেশ সংরক্ষণ ও বজ্রপাতের ঝুঁকি কমাতে দীর্ঘদিন ধরে তার স্বেচ্ছাশ্রমে তালগাছ রোপণের উদ্যোগকে স্বীকৃতি জানাতেই এ সম্মাননা দেওয়া হয়।

রবিবার দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে খোরশেদ আলীর হাতে সম্মাননা স্মারক তুলে দেন জেলা প্রশাসক ইশরাত ফারজানা। এ সময় উপস্থিত ছিলেন পৌরসভার প্রশাসক সরদার মোস্তফা শাহিন, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) খোদাদাদ হোসেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) নাজমুল হক সুমনসহ প্রশাসনের বিভিন্ন স্তরের কর্মকর্তারা।

এ সময় জেলা প্রশাসক ইশরাত ফারজানা বলেন, খোরশেদ আলী নিজ উদ্যোগে তালগাছের বীজ রোপণ করে একটি অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন। পরিবেশের ভারসাম্য রক্ষায় তালগাছের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। 

তিনি আরও বলেন, এসব তালগাছ একসময় খোরশেদ আলীর স্মৃতি হিসেবে টিকে থাকবে এবং এলাকার সম্পদে পরিণত হবে। পাশাপাশি তালচারার সঠিক পরিচর্যার জন্য সংশ্লিষ্ট উপজেলা নির্বাহী কর্মকর্তাদের নির্দেশনা দেওয়া হয়েছে।

জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, বিভিন্ন গণমাধ্যমে খোরশেদ আলীর কার্যক্রম নিয়ে প্রকাশিত সংবাদ জেলা প্রশাসকের নজরে এলে তাকে সম্মানিত করার সিদ্ধান্ত নেওয়া হয়।

খোরশেদ আলী পেশায় একজন পল্লী চিকিৎসক। বয়স প্রায় ৮০ বছর। তিনি ঠাকুরগাঁও সদর উপজেলার চিলারং ইউনিয়নের পাহাড়ভাঙ্গা গ্রামের বাসিন্দা। মুক্তিযুদ্ধে শহীদদের স্মরণে এবং এলাকাবাসীকে বজ্রপাতের ঝুঁকি থেকে রক্ষা করতে গত ১২ বছর ধরে তিনি তালগাছ রোপণ করে আসছেন। এ পর্যন্ত তিনি এক লাখেরও বেশি তালগাছ রোপণ করেছেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here