সালমান খানকে নিয়ে ভালোবাসা প্রকাশ করলেন পাকিস্তানি অভিনেত্রী

0
সালমান খানকে নিয়ে ভালোবাসা প্রকাশ করলেন পাকিস্তানি অভিনেত্রী

বলিউড তারকাদের প্রতি পাকিস্তানি শিল্পীদের মুগ্ধতা প্রকাশ নতুন কিছু নয়। এর আগে পাকিস্তানি তারকা হানিয়া আমির শাহরুখ খানের প্রতি ভালোবাসা জানিয়ে আলোচনায় এসেছিলেন। আবার কেউ প্রশংসা করেছেন রেখার সৌন্দর্য। এবার সেই তালিকায় যোগ দিলেন পাকিস্তানের জনপ্রিয় অভিনেত্রী সজল আলি।

সম্প্রতি নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে সালমান খানের একটি ফ্যান-মেড ভিডিও শেয়ার করেন সজল আলি। কোনো দীর্ঘ লেখা নয়, ভিডিওর ক্যাপশনে তিনি কেবল লিখেছেন, ‘আমার হৃদয়’। সালমানের প্রতি সজলের এই অনুভূতিকে ইতিবাচকভাবেই দেখছেন ভক্তরা।

শুধু পাকিস্তানেই নয়, বলিউডেও নিজের দক্ষতার প্রমাণ দিয়েছেন তিনি। ২০১৭ সালে মুক্তি পাওয়া জনপ্রিয় সিনেমা ‘মম’ এ শ্রীদেবীর সৎ মেয়ের চরিত্রে অভিনয় করে সজল প্রশংসা কুড়িয়েছিলেন।

২০২৫ সালে হামজা সোহেলের বিপরীতে তার অভিনীত নাটক ‘দিল ওয়ালি গলি মে’ দর্শক মহলে সাড়া ফেলে। সামনে ২০২৬ সালে জনপ্রিয় চ্যানেল ‘হাম টিভি’তে আসছে তার নতুন প্রজেক্ট ‘জানজেরিন’। এতে সজলের সঙ্গে আছেন আমির জিলানি এবং দানিয়াল জাফরসহ একঝাঁক তারকা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here