নোয়াখালীতে অনূর্ধ্ব-১৫ জাতীয় ফুটবল লীগের চূড়ান্ত পর্ব আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়েছে। বসুন্ধরা গ্রুপ ও ইউসিবি ব্যাংকের অর্থায়নে এ আয়োজনের লক্ষ্য তারকা খেলোয়াড় সৃষ্টি।
রবিবার দুপুরে শহীদ ভুলু স্টেডিয়ামে সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সচিব ড. মুহাম্মদ আবু ইউসুফ লীগটি উদ্বোধন করেন।
অনুষ্ঠানে বাফুফের সদস্য ও অনূর্ধ্ব-১৫ জাতীয় ফুটবল লীগের চেয়ারম্যান মনজুরুল করিম, নোয়াখালী পৌরসভার সাবেক মেয়র হারুনুর রশিদ আজাদ, জেলা ক্রীড়া সংস্থার সদস্য নুরুল আমিন খান, জহির উদ্দিনসহ জেলা ক্রীড়া সংস্থার সদস্য ও সাবেক খেলোয়াড়রা উপস্থিত ছিলেন।
লীগের চূড়ান্ত পর্বে অংশগ্রহণ করছে ১২টি দল। আগামী ৩০ ডিসেম্বর ফাইনাল অনুষ্ঠিত হবে। প্রথম ম্যাচে মুখোমুখি হয়েছে নোয়াখালী ও বরিশাল জেলা।

