দুধ ও খেজুর দুটিই পুষ্টিগুণে ভরপুর খাবার। নিয়মিত দুধের সঙ্গে খেজুর মিশিয়ে খেলে শরীর পায় নানা পুষ্টিগুণ। বিশেষ করে সকালে বা রাতে ঘুমানোর আগে এই পানীয়টি শরীরকে শক্তি জোগাতে ও নানা শারীরিক সমস্যা প্রতিরোধে সহায়তা করে। চলুন জেনে নেওয়া যাক দুধের সঙ্গে খেজুর মিশিয়ে খাওয়ার উপকারিতা-
শক্তির দারুণ উৎস
খেজুরে থাকা প্রাকৃতিক চিনি (গ্লুকোজ ও ফ্রুক্টোজ) এবং দুধের প্রোটিন একসঙ্গে শরীরে দ্রুত শক্তি জোগায়। দুর্বলতা বা ক্লান্তি দূর করতে এটি কার্যকর।
হাড় ও দাঁত মজবুত করে
দুধে রয়েছে ক্যালসিয়াম ও ভিটামিন ডি, আর খেজুরে আছে ম্যাগনেশিয়াম ও ফসফরাস। এই উপাদানগুলো হাড় ও দাঁত শক্ত রাখতে সাহায্য করে।
হজম শক্তি বাড়ায়
খেজুরে থাকা আঁশ (ফাইবার) হজম প্রক্রিয়া উন্নত করে ও কোষ্ঠকাঠিন্য দূর করতে সহায়ক। দুধের সঙ্গে খেলে পাকস্থলী থাকে সুস্থ। তাই নিয়মিত দুধের সঙ্গে খেজুর মিশিয়ে খেলে উপকার মেলে।
রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি
দুধ ও খেজুরকে সুপারফুড হিসেবে বিবেচনা কার হয়। দুধের ভিটামিন ও খনিজ এবং খেজুরের অ্যান্টিঅক্সিডেন্ট শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে ভূমিকা রাখে।
ওজন বাড়াতে সহায়ক
যারা স্বাভাবিকভাবে ওজন বাড়াতে চান, তাদের জন্য দুধ ও খেজুরের মিশ্রণ একটি স্বাস্থ্যকর বিকল্প। এতে ক্যালরি ও পুষ্টি দুটোই পাওয়া যায়।
ঘুমের সমস্যা কমায়
রাতে ঘুমানোর আগে হালকা গরম দুধে খেজুর মিশিয়ে খেলে স্নায়ু শান্ত হয় এবং ভালো ঘুমে সহায়তা করে।
কীভাবে খাবেন?
৩-৪টি খেজুর ভালোভাবে ধুয়ে এক গ্লাস কুসুম গরম দুধে ভিজিয়ে বা ব্লেন্ড করে পান করতে পারেন। নিয়মিত দুধের সঙ্গে খেজুর মিশিয়ে খেলে নানা শারীরিক সমস্যা প্রতিরোধে সহায়তা করে ।
সূত্র : নিউজ ১৮

