ইচ্ছাকৃত কনসার্ট বাতিলের অভিযোগ নিয়ে যা বলল শিরোনামহীন

0
ইচ্ছাকৃত কনসার্ট বাতিলের অভিযোগ নিয়ে যা বলল শিরোনামহীন

রাজশাহীর বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় সমাবর্তনে জনপ্রিয় ব্যান্ড শিরোনামহীনের পারফর্ম করার কথা ছিল। তবে নিরাপত্তাজনিত কারণে শেষ মুহূর্তে কনসার্ট বাতিল করা হয়।

সমাবর্তনে উপস্থিত অতিথিদের একাংশের অভিযোগ, ব্যান্ডটি নাকি ইচ্ছাকৃতভাবে কনসার্টে অংশ নেনি। এই বিভ্রান্তি দূর করতে ব্যান্ডটি নিজেদের অবস্থান স্পষ্ট করেছে।

রবিবার শিরোনামহীনের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক বিবৃতিতে জানানো হয়, বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের সমাবর্তনে পারফর্ম করার জন্য সব প্রস্তুতি সম্পন্ন ছিল। আয়োজকদের কাছ থেকে সম্মানীর ৩০ শতাংশ অগ্রিমও গ্রহণ করা হয়েছিল।

বিবৃতিতে ব্যান্ডটি জানায়, ২০ ডিসেম্বর রাত আনুমানিক ৯টার দিকে জানানো হয় যে দেশের সার্বিক পরিস্থিতি বিবেচনায় প্রশাসন পর্যাপ্ত নিরাপত্তা নিশ্চিত করতে পারছে না। তাই কনভোকেশনের সাংস্কৃতিক অনুষ্ঠান বাতিল করা হয়েছে।

শিরোনামহীন আরও উল্লেখ করেছে, বিশ্ববিদ্যালয় প্রশাসনের আয়োজনে অনুষ্ঠান হওয়ায় নিয়মের ব্যতিক্রম করেও পূর্ণ সম্মানী না থাকায় পারফর্ম করতে সম্মত ছিল। একই দিনে অনুষ্ঠিতব্য স্টেট ইউনিভার্সিটির কনভোকেশন কনসার্টও রাষ্ট্রীয় শোক দিবসের কারণে বাতিল করা হয়েছিল।

বিবৃতির শেষাংশে ব্যান্ডটি জানিয়েছে, কনসার্ট বাতিল হওয়ায় তাদেরও দুঃখ ও আর্থিক ক্ষতি হয়েছে। তবে অতিথিদের ধারণা যে শিরোনামহীন ইচ্ছাকৃতভাবে কনসার্ট বাতিল করেছে, তা সম্পূর্ণ সত্য নয়।

উল্লেখ্য, শিরোনামহীনের পাশাপাশি কণ্ঠশিল্পী পড়শীর পারফর্মও বাতিল করা হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here