সিঁড়ি নেই, বিমানের দরজা দিয়ে লাফিয়ে নামলেন যাত্রীরা (ভিডিও ভাইরাল)

0
সিঁড়ি নেই, বিমানের দরজা দিয়ে লাফিয়ে নামলেন যাত্রীরা (ভিডিও ভাইরাল)

পৃথিবীর বিভিন্ন বিমানবন্দরে সেবার মান নিয়ে নানা অভিযোগ থাকলেও কঙ্গোর কিন্ডু বিমানবন্দরে ঘটেছে এক অবিশ্বাস্য ঘটনা। অবতরণ করার পর ঘণ্টার পর ঘণ্টা বিমানের সিঁড়ি না পাওয়ায় যাত্রীদের লাফিয়ে নামার ঘটনা এখন ভাইরাল সমাজমাধ্যমে। ঘটনাটি ঘটেছে রাষ্ট্রায়ত্ত এয়ার কঙ্গো বিমানে।

যাত্রীরা জানান, অবতরণ করার পর তারা বিমানের ভেতরে দীর্ঘ সময় অপেক্ষা করছিলেন। সিঁড়ির ব্যবস্থা না হওয়ায় ধীরে ধীরে বিরক্তি বাড়তে থাকে সবার মাঝে। কোনো সমাধান না পেয়ে বিমানকর্মীরা দরজা খুলে দেন এবং যাত্রীদের নিচে লাফ দিয়ে নামতে সহায়তা করেন। ভিডিওতে দেখা যায়, কয়েক ফুট উঁচু বিমান থেকে একে একে লাফিয়ে নিচে নামছেন যাত্রীরা।

ভিডিও ছড়িয়ে পড়তেই বিমানবন্দরের অব্যবস্থা নিয়ে ব্যাপক সমালোচনা শুরু হয়। নেটিজেনদের অনেকেই প্রশ্ন তোলেন যাত্রীদের নিরাপত্তা সম্পর্কে। একজন মন্তব্য করেছেন যেকোনো মুহূর্তে বড় দুর্ঘটনা ঘটতে পারত, যাত্রীদের ক্ষতি হলে দায় নিত কে।

এয়ার কঙ্গোর পক্ষ থেকে এখনো আনুষ্ঠানিক মন্তব্য পাওয়া যায়নি। তবে ভিডিওটি ছড়িয়ে পড়ায় দেশটির বিমান পরিবহন ব্যবস্থাপনার মান নিয়েও নতুন করে প্রশ্ন উঠেছে।

ভিডিওটি দেখতে ক্লিক করুন এখানে

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here