জয়পুরহাট গার্লস ক্যাডেট কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন

0
জয়পুরহাট গার্লস ক্যাডেট কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন

জয়পুরহাট গার্লস ক্যাডেট কলেজে চার দিনব্যাপী ১৮তম আন্তঃহাউজ বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা শুরু হয়েছে। রবিবার (২১ ডিসেম্বর) সকালে মশাল প্রজ্জলনের মাধ্যমে প্রধান অতিথি হিসেবে প্রতিযোগিতার উদ্বোধন করেন কলেজের অধ্যক্ষ ক্যাপ্টেন মোহাম্মদ আরিফুল হক। এ সময় ক্যাডেটদের সুসজ্জিত কুচকাওয়াজ অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- কলেজ অ্যাডজুটেন্ট মেজর মাজাজেবিন খান, কলেজের ভারপ্রাপ্ত উপাধ্যক্ষ মোকছেদুল ইসলাম রাজা, এবং অন্যান্য কর্মকর্তা ও অনুষদ সদস্যবৃন্দ এবং ক্যাডেটবৃন্দ।

বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠানে তিনটি হাউজের ৩০০ জন ক্যাডেট অংশগ্রহণ করছে। ক্যাডেটদের প্রতিযোগিতা ছোট দল ও বড় দল- এই দুই ভাগে বিভক্ত রয়েছে। দুই দলে মোট ইভেন্ট সংখ্যা ২৫টি। এর মধ্যে ফিল্ড ইভেন্ট ১২টি এবং ট্রাক ইভেন্ট ১৩টি। প্রতিযোগিতার সমাপ্তি হবে আগামী ২৪ ডিসেম্বর।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here