হ্যামস্ট্রিংয়ের চোটে চলমান আইএল টি-টোয়েন্টির বাকি অংশ থেকে ছিটকে গেছেন ক্যারিবিয়ান ব্যাটসম্যান শিমরন হেটমায়ার। তার বদলি হিসেবে সাবেক ইংলিশ ব্যাটসম্যান জেসন রয়কে দলে নিয়েছে ডেজার্ট ভাইপার্স।
গত মঙ্গলবার আবু ধাবি নাইট রাইডার্সের বিপক্ষে খেলার সময় চোট পান হেটমায়ার। আসরে দলের প্রথম সাত ম্যাচের সবকটিতেই খেলেন বাঁহাতি এই মিডল অর্ডার ব্যাটসম্যান। তবে ব্যাট হাতে খুব একটা ভালো করতে পারেননি তিনি। ৬ ইনিংসে ১৮.৫০ গড়ে করেন কেবল ১১১ রান। যদিও স্ট্রাইক রেট বেশ ভালো ছিল, ১৬০.৮৬। সর্বোচ্চ ইনিংস ২৫ বলে ৪৮।
হেটমায়ারের দুর্ভাগ্যে সুযোগ পাওয়া রয়ের আগেও আইএল টি-টোয়েন্টিতে খেলার অভিজ্ঞতা আছে। ২০২৩-২৪ মৌসুমে তিনি দুটি ম্যাচ খেলেন নাইট রাইডার্সের হয়ে। ২০২৪-২৫ মৌসুমে শারজাহ ওয়ারিয়র্জের হয়ে ১২ ম্যাচ খেলে তিনি করেন ২৯৮ রান।

